খেলা

বাদ রোনালদো, আছেন মেসি- রোনালদোর সেরা ৮ জন খেলোয়াড় কে কে

Sports Reporter

Sports Reporter

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
বাদ রোনালদো, আছেন মেসি- রোনালদোর সেরা ৮ জন খেলোয়াড় কে কে

ফুটবল ইতিহাসের সেরা নং ৯ হিসেবে পরিচিত ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারে ঘোষণা করেছেন তার দেখা সেরা ৮ জন ফুটবলার। তালিকায় ছিলেন অসাধারণ সব নাম, যাদের দক্ষতা ও খ্যাতি বিশ্ব ফুটবলে অমর হয়ে আছে। তবে চমকপ্রদ বিষয় হলো—এই তালিকায় নেই পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।


তালিকায় মাত্র একজন খেলছেন বর্তমানে, বাকি ৭ জন খেলোয়াড় ইতিমধ্যেই অবসর নিয়েছেন। রোনালদো এই আটজনকে আখ্যা দিয়েছেন “খুব বিশেষ খেলোয়াড়” হিসেবে। তালিকায় রয়েছেন আর্জেন্টিনার দুই কিংবদন্তি—লিওনেল মেসি এবং ডিয়েগো ম্যারাডোনা। দুজনেই দেশকে উপহার দিয়েছেন বিশ্বকাপের শিরোপা। যদিও রোনালদো মেসিকে সরাসরি সর্বকালের সেরা বলেননি, কিন্তু এর বাইরে একাধিকবার মেসিকেই বেছে নিয়েছেন সেরা হিসেবে।


ব্রাজিল থেকে তালিকায় জায়গা পেয়েছেন সর্বোচ্চ তিনজন। পেলের নাম প্রত্যাশিতভাবেই আছে, পাশাপাশি রয়েছেন ম্যাজিশিয়ান খ্যাত রোনালদিনহো। উল্লেখযোগ্য হলো, দুজনে ২০০২ সালের বিশ্বকাপ জয়ী ছিলেন।


নেদারল্যান্ডস থেকে জায়গা পেয়েছেন দুই কিংবদন্তি—মার্কো ভ্যান বাস্তেন ও ইয়োহান ক্রুইফ। ভ্যান বাস্তেনকে অনেকেই হারিয়ে যাওয়া ফুটবলের অন্যতম বড় নক্ষত্র হিসেবে মনে করেন। তিনি মাত্র ২৮ বছর বয়সে জিতেছেন ৩টি ব্যালন ডি’অর, এরপর ইঞ্জুরির কারণে ক্যারিয়ার শেষ করেন। ক্রুইফের অবদানও বিশ্ব ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয়, বিশেষ করে বিশ্বকাপ না জিতেও তার কীর্তি অনন্য।


এছাড়া তালিকায় রয়েছেন জার্মানির ডিফেন্ডার কিংবদন্তি ফ্রাঞ্জ ব্যাকেনবাউয়ার। তিনি একমাত্র ডিফেন্ডার হিসেবে দুটি ব্যালন ডি’অর জিতেছেন।


তালিকায় নেই জিদান, স্টেফানো বা ক্রিস্টিয়ানো রোনালদো—যা ফুটবলপ্রেমীদের জন্য বিস্ময়ের বিষয়। তবে রোনালদো নিজেই জানিয়েছেন, এই আটজনই তার দেখা সবচেয়ে বিশেষ খেলোয়াড়।


সেরা ৮ খেলোয়াড়:


  • লিওনেল মেসি (আর্জেন্টিনা)


  • ডিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা)


  • পেলে (ব্রাজিল)


  • রোনালদিনহো (ব্রাজিল)


  • তৃতীয় ব্রাজিলিয়ান খেলোয়াড় (নির্দিষ্ট না)


  • মার্কো ভ্যান বাস্তেন (নেদারল্যান্ডস)


  • ইয়োহান ক্রুইফ (নেদারল্যান্ডস)


  • ফ্রাঞ্জ ব্যাকেনবাউয়ার (জার্মানি)




রোনালদো বলছেন, “এই আটজনই আমার দেখা সবচেয়ে বিশেষ খেলোয়াড়