বার্সেলোনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সিতে নিজের প্রথম অফিসিয়াল ম্যাচেই যেন ফুটবলবিশ্বকে নতুন করে চমকে দিলেন লামিন ইয়ামাল। যেদিন ভোরে লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে গোল ও অ্যাসিস্টে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন, সেই একই দিনে ইউরোপে বার্সার নতুন ‘১০’ হয়ে ঠিক একই পারফরম্যান্স উপহার দিলেন ইয়ামাল—একটি চোখধাঁধানো অ্যাসিস্ট, সঙ্গে অবিশ্বাস্য এক গোল!
২০২৫-২৬ মৌসুমের লা লিগার প্রথম ম্যাচে বার্সা মুখোমুখি হয়েছিল মায়োর্কার বিপক্ষে। ম্যাচের সপ্তম মিনিটেই ইয়ামালের নিখুঁত ক্রস থেকে রাফিনিয়া হেডে গোল করে এগিয়ে দেন দলকে। এরপর ২৩ মিনিটে ইয়ামালের শট ঠেকাতে ব্যর্থ হয় মায়োর্কার রক্ষণভাগ, এবং সেই সুযোগ কাজে লাগিয়ে ফেররান তোরেস বার্সার ব্যবধান বাড়ান ২-০ করে।
মায়োর্কা ৯ জনের দলে পরিণত হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বার্সার হাতে চলে আসে। আর ঠিক তখনই আসে সেই জাদুকরি মুহূর্ত—গাভির পাস থেকে বল পেয়ে ইয়ামাল কাটিয়ে ফেলেন দুই ডিফেন্ডারকে, এরপর বক্সের বাইরে থেকে নিখুঁত এক শটে বল জড়ান জালে।
এই পারফরম্যান্স যেন শুধু গোল বা অ্যাসিস্টের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা ছিল মেসির লেগেসির এক জীবন্ত ছায়া। গতি, নিয়ন্ত্রণ, ফুটবল আইকিউ—সব দিক দিয়েই ম্যাচে ছিলেন অপ্রতিরোধ্য।
মাত্র ১৭ বছর বয়সে এই স্তরের পরিপক্বতা দেখিয়ে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই—তবে কি এবার ব্যালন ডি’অর-এর জন্য লড়াইয়ে নামছেন লামিন ইয়ামাল? বার্সার নতুন যুগের নেতা হয়ে উঠতেই যেন প্রস্তুত তিনি।