খেলা

রাজকীয় প্রত্যাবর্তনে মেসি, সামনে দুই ঐতিহাসিক রেকর্ড

Sports Reporter

Sports Reporter

সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
রাজকীয় প্রত্যাবর্তনে মেসি, সামনে দুই ঐতিহাসিক রেকর্ড

ইন্টার মায়ামির হয়ে ইনজুরি কাটিয়ে ফিরেই রাজকীয় প্রত্যাবর্তন করলেন লিওনেল মেসি। এলএ গ্যালাক্সির বিপক্ষে এক গোল ও এক অ্যাসিস্ট করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আর্জেন্টাইন সুপারস্টার। আর এই দুর্দান্ত পারফরম্যান্সের পর ফুটবলবিশ্বে এখন একটাই প্রশ্ন—কোন রেকর্ডটি আগে ছুঁবেন মেসি? ৯০০ গোল নাকি ৪০০ এসিস্ট!
৯০০ গোলের দোরগোড়ায়
ম্যাচের 67তম মিনিটে ডি পলের পাস থেকে দুর্দান্ত ড্রিবলিংয়ের পর বাঁ পায়ের শটে জাল কাঁপান মেসি। এটি ছিল তার ক্যারিয়ারের ৮৭৫তম গোল—ক্লাব ও জাতীয় দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে। অর্থাৎ আর মাত্র ২৫ গোল করলেই প্রবেশ করবেন ৯০০ গোলের ক্লাবে। বর্তমানে ফুটবল ইতিহাসে এই রেকর্ড একমাত্র ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। ইনজুরি এড়িয়ে ধারাবাহিকভাবে খেলতে পারলে ২০২৫ সালের মধ্যেই সেই মাইলফলক স্পর্শ করা একেবারেই অসম্ভব নয়।
৪০০ এসিস্টেরও পথে
গোলের পাশাপাশি মেসির আরেকটি বড় পরিচয়—তিনি সর্বকালের সেরা প্লেমেকারদের একজন। এলএ গ্যালাক্সির বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে ব্যাকহিল পাস থেকে লুইস সুয়ারেজকে দিয়ে করান এক দুর্দান্ত গোল। এটি ছিল তার ক্যারিয়ারের ৩৮৯তম এসিস্ট। মানে এখন তিনি দাঁড়িয়ে আছেন অনন্য এক ইতিহাসের একেবারে কাছাকাছি—আর মাত্র ১১ এসিস্ট করলেই প্রথম ফুটবলার হিসেবে নামের পাশে যুক্ত হবে ৪০০ এসিস্ট।
কিংবদন্তি পুস্কাস বিতর্ক
অনেকে দাবি করে থাকেন, হাঙ্গেরির কিংবদন্তি ফেরেংক পুস্কাস জীবদ্দশায় ৪০০ বা তারও বেশি এসিস্ট করেছিলেন। তবে সে সময় আনুষ্ঠানিকভাবে এসিস্ট পরিসংখ্যান সংরক্ষণ করা হতো না। ফলে পুস্কাসের সেই সংখ্যাটি কখনোই ফিফা বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থা দ্বারা স্বীকৃতি পায়নি। তাই রেকর্ড বইয়ের পাতায় মেসিই হবেন প্রথম ফুটবলার, যিনি ছুঁবেন ৪০০ এসিস্টের মাইলফলক।
কোনটি আগে?
এখন প্রশ্ন একটাই—৯০০ গোল নাকি ৪০০ এসিস্ট, কোন রেকর্ডটি আগে স্পর্শ করবেন মেসি? গোল করতে যেমন তিনি অনন্য, তেমনি সতীর্থদের জন্য সুযোগ বানাতেও অতুলনীয়। তাই ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন এই দুই ঐতিহাসিক মুহূর্তের।