খেলা

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার ৩১ সদস্যের দল ঘোষণা

Sports Reporter

Sports Reporter

মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার ৩১ সদস্যের দল ঘোষণা
দীর্ঘ দুই মাসের বিরতির পর আবারো আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দল। সামনে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ—তবে আলবিসেলেস্তেদের জন্য এগুলো শুধুই আনুষ্ঠানিকতা। কারণ, ইতোমধ্যেই লিওনেল স্কালোনির দল নিশ্চিত করে ফেলেছে বিশ্বকাপের টিকিট, এবং পয়েন্ট টেবিলেও এক নম্বর অবস্থান সুনিশ্চিত করেছে।
ম্যাচ সূচি ও প্রতিপক্ষ
  • 🆚 ভেনেজুয়েলা | ৫ সেপ্টেম্বর | ভোর ৫:৩০ 
  • 🆚 ইকুয়েডর | ১০ সেপ্টেম্বর ভোর ৫:৩০
। বিশ্বকাপ নিশ্চিত হওয়ায়, এই দুই ম্যাচে স্কালোনির মূল লক্ষ্য থাকবে স্কোয়াড পরখ করে দেখা, তরুণদের সুযোগ দেওয়া এবং আমেরিকা বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডের আগে পরীক্ষিত বিকল্প তৈরি করা।৩১ সদস্যের স্কোয়াড ঘোষণা, নেই পাওলো দিবালা ও গার্নাচো
ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় চমক—পাওলো দিবালার অনুপস্থিতি। বিশ্বকাপ ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ফরোয়ার্ডকে দলে রাখা হয়নি। অনেকেই এই সিদ্ধান্তকে দেখছেন দিবালার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দিকের সূচনা হিসেবে।
এছাড়াও, তরুণ উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচো নেই স্কোয়াডে। আর মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ নিষেধাজ্ঞার কারণে স্কোয়াডের বাইরে।
নতুন মুখ ও ফেরা: সুযোগ পাচ্ছেন যারা
  • হোসে ম্যানুয়েল লোপেজ : দলে প্রথমবার ডাক পেলেন এই স্ট্রাইকার।
  • অ্যালান ভারেলা , জুলিও সোলার 
এছাড়া দলে ফিরেছেন অ্যালিক্সেস ম্যাক আলিস্টার, ক্লাদিও এচেভেরি ও গঞ্জালো মন্টিয়েল। বাদ পড়েছেন বারকো, লোমোনাকো, ত্রইলো, এনজো বারেনেচিয়া ও এনজো ফার্নান্দেজ।
 এক নজরে আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড
 গোলরক্ষক:
  • এমিলিয়ানো মার্তিনেজ
  • হেরেনিমো রুই
  • ওয়াল্টার বেনিতেজ
 ডিফেন্ডার:
  • ক্রিস্টিয়ান রোমেরো
  • নিকোলাস ওটামেন্দি
  • নাহুয়েল মলিনা
  • হুয়ান ফয়েথ
  • লিওনার্দো বালের্দি
  • ফাকুন্দো মেদিনা
  • নিকোলাস টাগলিয়াফিকো
  • মার্কাস আকুনা
  • জুলিও সোলার
  • গঞ্জালো মন্টিয়েল
 মিডফিল্ডার:
  • লিয়ান্দ্রো পারেদেস
  • নিকো পাজ
  • এজেকিয়েল পালাসিওস
  • রদ্রিগো ডি পল
  • থিয়াগো আলমাদা
  • জিওভানি লো সেলসো
  • ক্লাদিও এচেভেরি
  • ফ্রাঙ্কো মাস্তানতুনো
  • ভ্যালেন্টাইন কার্বোনি
  • অ্যালান ভারেলা
  • অ্যালিক্সেস ম্যাক আলিস্টার
 ফরোয়ার্ড:
  • লিওনেল মেসি
  • হুলিয়ান আলভারেজ
  • লাওতারো মার্তিনেজ
  • নিকোলাস গঞ্জালেস
  • গিলিয়ানো সিমিওনে
  • আনহেল কোরেয়া
  • হোসে ম্যানুয়েল লোপেজ