খেলা

মেসির লা মাসিয়ায় কে এই বাংলাদেশী ফুটবলার?

Sports Reporter

Sports Reporter

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
মেসির লা মাসিয়ায় কে এই বাংলাদেশী ফুটবলার?
ভাবুন তো, যে লা মাসিয়ায় বেড়ে উঠেছেন লিওনেল মেসি, যাকে বলা হয় ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন, সেই একাডেমি থেকেই উঠে আসছেন একজন বাংলাদেশি ফুটবলার! শুনতে অবিশ্বাস্য মনে হলেও, সেটাই এখন বাস্তবতা।
বিশ্ব ফুটবলের আঁতুড়ঘর হিসেবে খ্যাত লা মাসিয়া। এখান থেকেই গড়ে উঠেছেন মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ কিংবা সাম্প্রতিক বিস্ময় লামিন ইয়ামাল। সেই একাডেমিতেই গত দুই বছর ধরে অনুশীলন করছেন বাংলাদেশি কিশোর শায়ান সালাম। যদিও বার্সেলোনার মূল স্কোয়াডে এখনও সুযোগ হয়নি তার, কারণ তিনি খেলছেন অন্য একটি ক্লাবের হয়ে, তবে লা মাসিয়ার মতো জায়গায় নিয়মিত প্রশিক্ষণ নেওয়া নিজেই এক বিরল অর্জন।
সম্প্রতি পরিবারের সঙ্গে বাংলাদেশ সফরে এসে শায়ান নিজেই জানিয়েছেন এই চমকপ্রদ খবর। এর মধ্যেই দেশে ফুটবলপ্রেমীদের মাঝে শুরু হয়েছে উচ্ছ্বাস। আরও চমকপ্রদ তথ্য হলো—শায়ানের বাবা নিজেও ছিলেন পেশাদার ফুটবলার, যিনি একসময় খেলেছেন ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের হয়ে। অর্থাৎ, ছোট থেকেই ফুটবল রক্তে মিশে আছে শায়ানের।
সবচেয়ে বড় ব্যাপার হলো, স্পেনে বেড়ে ওঠা এই কিশোরের স্বপ্ন বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা। শায়ান বলেন, “আমি বার্সার সঙ্গে প্র্যাকটিস করছি আর অন্য একটা ক্লাবের হয়ে ম্যাচ খেলি। ইনশাআল্লাহ, উন্নতি হবে ভবিষ্যতে। আর আমিও ভবিষ্যতে বাংলাদেশের হয়ে খেলতে চাই।”
এমন প্রতিভাকে ঘিরে ইতিমধ্যেই আশাবাদী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের সদস্য জাকির হোসেন চৌধুরী বলেন, “আপনারা জানেনই বাংলাদেশের ফুটবলের সঙ্গে স্প্যানিশ ফুটবলের তফাত। অনেক পার্থক্য থাকবেই। তারপরও আমরা ওকে বাংলাদেশের হয়ে উৎসাহ দিচ্ছি, যেন ভবিষ্যতে জাতীয় দলে খেলতে পারে।”
লা মাসিয়ার মতো জায়গায় প্রশিক্ষণ নেওয়া মানেই ফুটবল ক্যারিয়ারে অগাধ সম্ভাবনার ইঙ্গিত। তাই শায়ান সালামের এই পথচলা বাংলাদেশের ফুটবলে নতুন স্বপ্ন বুনছে। হয়তো একদিন লাল-সবুজের জার্সি গায়ে তাকেই দেখা যাবে বিশ্বমঞ্চে।