খেলা

মাদ্রিদে যোগ দিয়ে মেসিকে শ্রেষ্ঠ বললেন মাস্তানতুনো!

Sports Reporter

Sports Reporter

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
মাদ্রিদে যোগ দিয়ে মেসিকে শ্রেষ্ঠ বললেন মাস্তানতুনো!

ফুটবল দুনিয়ায় লিওনেল মেসির নাম উচ্চারণ হলেই ভেসে ওঠে এক ভীনগ্রহী জাদুকরের ছবি। ছোট শরীর, অদম্য গতি, বলের প্রতি অদ্ভুত নিয়ন্ত্রণ আর অসংখ্য রেকর্ডের জন্ম—সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন “ক্ষুদে জাদুকর”। ক্যারিয়ারের শুরুতে মেসি গায়ে তুলেছিলেন ৩০ নাম্বার জার্সি। সেই পথেই হাঁটছেন আর্জেন্টিনার নতুন প্রজন্মের আলোচিত প্রতিভা ফ্রাংকো মাস্তানতুনো। রিভার প্লেট ঘুরে সদ্যই যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে, আর সেখানেও বেছে নিয়েছেন মেসির মতোই ৩০ নাম্বার জার্সি।

শুধু জার্সি নম্বর নয়, খেলায়ও বিস্ময়কর মিল খুঁজে পাচ্ছেন সমর্থকরা। রাইট উইংয়ে প্রধানত খেলা মাস্তানতুনো প্রয়োজনে মিডফিল্ডেও সমান স্বাচ্ছন্দ্য। আক্রমণ সাজানো, ফাইনাল থার্ডে সৃজনশীলতা, ড্রিবলিং দক্ষতা কিংবা বল নিয়ন্ত্রণ—সবকিছুতেই যেন মেসির প্রতিফলন দেখা যায় তার ভেতরে। তাই অনেকেই বলছেন, “মেসির ছায়া খুঁজে পাওয়া গেছে ফ্রাংকো মাস্তানতুনোর মধ্যে। কিন্তু বিতর্ক তৈরি হয়েছে এক অপ্রত্যাশিত মন্তব্যে। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ক্লাবের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে ফ্রাংকো নির্দ্বিধায় বললেন—“মেসিই সর্বকালের সেরা ফুটবলার। আমি একজন আর্জেন্টাইন, তাই আমার জন্য এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল।” এই মন্তব্য হজম করতে পারছেন না অনেক মাদ্রিদ সমর্থক। কেউ ভেবেছিলেন রোনালদোর নাম আসবে, কেউ আবার ভেবেছিলেন দুজনের নামই তুলবেন। কিন্তু একদম সোজাসাপ্টা উত্তর দিয়ে তিনি যেন বিতর্কের জন্ম দিলেন নতুনভাবে।


রিয়ালে আপাতত ক্যাস্টিলায় খেলার সুযোগ পাবেন তিনি, তবে কোচিং স্টাফরা তাকে দেখছেন ভবিষ্যতের মূল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে। অন্যদিকে, লা লিগায় লামিন ইয়ামালের সঙ্গে তার লড়াই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনার ঝড়। তবে আর্জেন্টিনার সমর্থকদের নজর অন্যখানে—আগামী বছর অনুষ্ঠিতব্য বিশ্বকাপে। সেখানে লিওনেল মেসির সঙ্গে তার “কার্বন কপি” মাস্তানতুনোকে একই জার্সিতে দেখার অপেক্ষায় রয়েছে পুরো দেশ। সব কিছু ঠিক থাকলে, হয়তো আরেকটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।