খেলা

নিজেকেই সর্বশ্রেষ্ঠ মানছেন রশীদ খান।

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

সোমবার, ১১ আগস্ট, ২০২৫
 নিজেকেই সর্বশ্রেষ্ঠ মানছেন রশীদ খান।

রশীদ নাকি খান একবার বলেছিলেন, আফগানিস্তানকে বিশ্বকাপ না জিতিয়ে তিনি বিয়ে করবেন না। যে কথাটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছিলো ‍তুমুল হাঁসিঠাট্টা। যদিও পড়ে তিনি একটা প্রেস কনফারেন্সে জানান ব্যপারটি সত্যি নয় তিনি এমন কথা কখনো বলেননি।
আরেকবার এশিয়া কাপের আগে বলেছিলো বাংলাদেশকে নিয়ে ভাবছি না। ট্রফি টা আমাদের লাগবে।
যেনো অনেকটা মামা বাড়ির আবদার ছাপিয়ে তারচেয়ে বেশি কিছু।  প্রতিপক্ষের দিতে বিন্দুমাত্র সম্মান না দেখানো যেনো ক্রিকেটীয় ভদ্রতায় অজ্ঞতার প্রমাণ।  
তবে তিনি যে দূনিয়ার অন্যতম সেরা স্পিনার তা স্বীকার করবেন অনেকে। 
টি-টোয়েন্টি ক্রিকেটে স্পিন বোলারদের আধিপত্য নতুন কিছু নয়। সাকিব আল হাসান, রশিদ খান ও সুনীল নারাইনের মতো স্পিনাররা ইতিমধ্যেই নিজেদের চতুরতা দিয়ে ব্যাটসম্যানদের বিপাকে ফেলে তুলে নিয়েছেন অসংখ্য উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায়ও রয়েছেন এ তিন জন।
তবে এই তারকা স্পিনারদের মধ্যেই নিজের অবস্থানকে শীর্ষে মনে করেন আফগান লেগস্পিনার রশিদ খান। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ৬৫৪ উইকেট—যা তাকে রেখেছে সবার ওপরে।
সম্প্রতি ‘ক্রিকইনফো’র ফেসবুক পেজে প্রকাশিত একটি রিলস ভিডিওতে দেখা যায়, রশিদের সঙ্গে একটি র‍্যাপিড ফায়ার সেশনে বিভিন্ন স্পিনারের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়। সেখানেই নিজের নাম আসলে রশিদ খান মজার ছলেই নিজেকেই সেরা বলেন।
চাহাল, ইমাদ ওয়াসিম, জাম্পা, আদিল রশিদ, বরুণ চক্রবর্তী, আকিল হোসেন ও অক্ষর প্যাটেলের মধ্যে বারবার যুজবেন্দ্র চাহালের নামই বেছে নেন রশিদ। তবে চাহাল আর ইমরান তাহিরের মধ্যে তুলনায় তাহিরকে এগিয়ে রাখেন তিনি। একইভাবে শাদাব খানের ক্ষেত্রেও তাহিরকেই বেছে নেন।
স্বদেশি স্পিনার মুজিব উর রহমানের সঙ্গে তুলনায় কিছুটা দ্বিধায় পড়লেও, রশিদ শেষ পর্যন্ত তাহিরকেই পছন্দ করেন। কারণ হিসেবে জানান, টি-টোয়েন্টিতে তাহিরের উইকেট সংখ্যা (৫৪৭) মুজিবের চেয়ে অনেক বেশি (২৮৯)।
তবে সুনীল নারাইন ও তাহিরের তুলনায় নারাইনকে এগিয়ে রাখেন রশিদ। এরপর সাকিব আল হাসান, তাবরেইজ শামসি ও ওয়ানিন্দু হাসারাঙ্গার নাম আসলেও, সবক্ষেত্রেই নারাইনকেই সেরা বলেন।
শেষ প্রশ্নে, যখন নিজের সঙ্গে নারাইনের তুলনা করতে বলা হয়, রশিদ খান হেসে বলেন, ‘এটা কঠিন প্রশ্ন।’ কিন্তু একটু পরেই মজা করে নিজের নামই বলেন, "রশিদ খান", এবং হো হো করে হাসেন।
টি-টোয়েন্টিতে রশিদের পরেই আছেন ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো, যাঁর উইকেট সংখ্যা ৬৩১। তবে তিনি ইতিমধ্যে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তাই রশিদের শীর্ষস্থান আপাতত নিরাপদ।
এ তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন নারাইন (৫৮৯), তাহির (৫৪৭) ও সাকিব (৪৯৮)। যদিও সাকিব ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন, তবু তিনি নিয়মিত খেলছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। সর্বশেষ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও গ্লোবাল সুপার লিগে (জিএসএল) ১ ও ৫ উইকেট নিয়েছেন তিনি। তবে ব্যাট হাতে এখনও নিজের সেরা ফর্মে ফিরতে পারেননি বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার।
তবে সব বিপত্তি কাটিয়ে মাঠে নিজের সেরাটা দেয়ার সক্ষমতা সাকিবের আছে। তাই নিজেকে সেরা মানলেও সাকিবকে যথেষ্ট সম্মান করেন রশীদ। ওদের বন্ধুত্বের গল্প তো বেশ পুরোনো।