এই লাইনটি চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে রিয়াল মাদ্রিদের অনেক রোমাঞ্চকর প্রত্যাবর্তনের সাক্ষী হলেও, গত মৌসুমে তা হয়ে উঠেছিল ট্রলের খোরাক। কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে নিজেদের মাঠে ২-১ গোলে হারার পর থেকেই শুরু হয় ব্যঙ্গ-বিদ্রুপ। “৯০ মিনিট এতই লম্বা যে, সেখানে রিয়াল মাদ্রিদ নিজেরাই জিততে পারে না”—এই ধরনের ট্রল সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
তবুও, মাদ্রিদ ক্লাবটি যেন ভুলে গেছে সেই বাস্তবতা। বরং সেই বিতর্কিত উক্তিকেই এবার তারা জায়গা দিয়েছে নতুন মৌসুমের থার্ড কিটে। জার্সির ভেতরে সুস্পষ্টভাবে লেখা: “৯০ মিনিট বার্নাব্যুতে অনেক লম্বা সময়।”
গত মৌসুমে মাদ্রিদের সোশ্যাল মিডিয়া ও মার্কেটিং টিম প্রচারণায় যেন একাই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল। "বার্নাব্যুতে ছাদ বন্ধ করে নামবে", "শেষ বাঁশি না বাজা পর্যন্ত কিছু বলা যায় না"—এসব নাটকীয় ঘোষণার পেছনে মাঠের পারফরম্যান্স ছিল হতাশাজনক।
এল ক্লাসিকোর আগেও সান্তিয়াগো বার্নাব্যুর ছাদ বন্ধ করে বিশেষ পরিবেশ তৈরির ঘোষণা দিয়েছিল তারা। কিন্তু সেই ম্যাচেই বার্সেলোনার কাছে হজম করে এক হালি গোল! কেউ কেউ মজা করে বলেছিল, “ভালোই হয়েছে ছাদ বন্ধ ছিল, কান্নার শব্দ বাইরে যায়নি।”
হাইপ বনাম হাই হিউমিলিয়েশন
আর্সেনালের মতো দল যখন এসে বার্নাব্যুতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দেয়, তখন আর ‘৯০ মিনিট’ নিয়ে বড়াই করার জায়গা থাকে না। তবে মাদ্রিদ যেন ব্যতিক্রম—তারা ব্যর্থতা থেকে শেখার চেয়ে, সেটাকেই ব্র্যান্ডিংয়ের অংশ বানিয়ে তোলে।
জার্সিতে এই বিতর্কিত স্লোগান যুক্ত করা শুধু সাহস নয়, একরকম রক্ষণাত্মক অহংকারও—যেখানে অতীত গৌরবকে আঁকড়ে ধরে বর্তমান ব্যর্থতাকে ঢেকে রাখার চেষ্টা চলে।