খেলা

বার্সেলোনার লা মাসিয়ায় নতুন মেসি — ৩০ ম্যাচে ৯৬ গোল, নাম ফোদে দিয়ালো!

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

সোমবার, ৪ আগস্ট, ২০২৫
বার্সেলোনার লা মাসিয়ায় নতুন মেসি — ৩০ ম্যাচে ৯৬ গোল, নাম ফোদে দিয়ালো!
লা মাসিয়া যেন সত্যিই থেমে থাকে না। মেসি, ইনিয়েস্তা, জাভি, ইয়ামালদের পর এবার আলোচনায় ১৩ বছর বয়সী বিস্ময়বালক ফোদে দিয়ালো, যিনি মাত্র ৩০ ম্যাচেই করেছেন ৯৬ গোল! প্রতি ম্যাচে ৩-এর বেশি গোল—এক কথায় রীতিমতো ভয়ঙ্কর।

প্রথমে তাকে দেখা হচ্ছিল “নতুন ফেরান তোরেস” হিসেবে—সাহসী, ক্ষিপ্র, আত্মবিশ্বাসী। তবে সময়ের সঙ্গে নিজের পরিচয় গড়ে তুলেছেন ভিন্নভাবে, এখন অনেকে বলছেন, “এ যেন আরেক লামিন ইয়ামাল!”

ডান পায়ের এই ফরোয়ার্ড খেলেন লেফট উইংয়ে। তার দৃষ্টিনন্দন ড্রিবল, দ্রুত গতি ও নিখুঁত ফিনিশিং ইতোমধ্যেই নজর কেড়েছে স্কাউটদের। ভিয়ারিয়ালের মাঠে লা লিগা এফসি ফিউচারস টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর তার ওপর নজর আরও বাড়িয়েছে ক্লাব।

মেসির ‘দুর্দশা’ ভুলে রিয়াল মাদ্রিদ যখন ইয়ামালের অত্যাচার সামলাতে ব্যস্ত, তখনই দিয়ালো যেন আসছেন পরবর্তী ঝড় হয়ে! বার্সা ভক্তরা এখন শুধু একটাই প্রশ্ন করছে—“আরেক রত্ন পেয়ে গেলাম?”

সময়ই দেবে উত্তর। তবে সূচনা নিঃসন্দেহে রাজকীয়।