খেলা

বিপিএল মাতিয়ে জাতীয় দলের দরজায় কড়া নাড়তে চান সাব্বির

উপ-সম্পাদক

উপ-সম্পাদক

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
বিপিএল মাতিয়ে জাতীয় দলের দরজায় কড়া নাড়তে চান সাব্বির
একসময় জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন সাব্বির রহমান। তার ব্যাট থেকে ঝরতো চোখধাঁধানো সব শট, যা মুগ্ধ করতো ক্রিকেটপ্রেমীদের। তবে সময়ের পরিক্রমায় সাব্বির যেন নিজেকেই হারিয়ে ফেলেছেন। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও কমেছে তার কদর। এমনকি গত মৌসুমে বিপিএলে কোনো দল পাননি। তবে এবার তিনি ফিরে আসার সুযোগ পেয়েছেন। আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন সাব্বির। তার লক্ষ্য, দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আবারও জাতীয় দলে নিজের জায়গা ফিরে পাওয়া।
বিপিএলে ভালো পারফর্ম করার লক্ষ্যে রাজশাহীতে নিবিড় অনুশীলন করেছেন সাব্বির। তবে ঢাকার বাইরে অনুশীলন সুবিধার অভাব অনুভব করেছেন তিনি। এ প্রসঙ্গে সাব্বির বলেন, "মিরপুরে জাতীয় দলের ক্রিকেটারদের ব্যস্ততার কারণে সেখানে নিয়মিত অনুশীলন করা কঠিন। তাই এই সুবিধাগুলো ঢাকার বাইরের বিভাগগুলোতেও ছড়িয়ে দেওয়া উচিত। পাইপলাইনের ক্রিকেটাররা যেন উন্নত মেশিন ও অনুশীলন স্ল্যাব ব্যবহার করতে পারে।"
নিজের অনুশীলনের জন্য সাব্বির ব্যক্তিগত অর্থে মেশিন ও স্ল্যাব কিনেছেন। তার মতে, "সবাই এই সামর্থ্য রাখে না। উদীয়মান ক্রিকেটারদের জন্য এই ধরনের পরিকল্পনা গ্রহণ করা জরুরি। এতে করে জাতীয় দলে ফেরার সুযোগ বাড়বে।"
২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর বেশ কয়েক বছর জাতীয় দলে নিয়মিত ছিলেন সাব্বির। তবে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে জাতীয় দলে তার জায়গা হয়নি। ৩৩ বছর বয়স পেরিয়েও আশা ছাড়েননি তিনি। সাব্বির বলেন, "জাতীয় দলে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছি। বয়স এখনো আমার পক্ষে। মাঠে নামছি, অনুশীলন করছি। বিপিএলে সুযোগ পেয়েছি এবং বাইরের দেশেও খেলতে যাচ্ছি। আমার পরিবারও চায় আমি আবার জাতীয় দলে ফিরি। ভালো খেলার মাধ্যমেই এই আশা পূরণ সম্ভব।"
সম্প্রতি লঙ্কা টি-টেন লিগে অংশ নেন সাব্বির। যদিও সেখানে উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে পারেননি, তবে সেই অভিজ্ঞতা তাকে আত্মবিশ্বাসী করেছে। তিনি বলেন, "টি-টেন লিগের অভিজ্ঞতা বিপিএলে কাজে দেবে। সেখানে দায়িত্ব নিয়ে খেলেছি। এবার হয়তো ৫-৬ নম্বরে খেলব, যা আমার জন্য বড় চ্যালেঞ্জ। তবে আত্মবিশ্বাসটা এখন ভালো পর্যায়ে রয়েছে।"
বিপিএলে ভালো পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় দলের নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করতে চান সাব্বির। তিনি বলেন, "আশা করছি বিপিএলে ভালো খেলতে পারব। জাতীয় দলে ফেরার জন্য এটিই আমার বড় সুযোগ। আমি সর্বোচ্চ চেষ্টা করব নিজের জায়গা ফিরে পাওয়ার জন্য।"
জাতীয় দলে সাব্বিরের ফেরার সম্ভাবনা নিয়ে ক্রিকেটপ্রেমীরা যেমন আশাবাদী, তেমনি সাব্বির নিজেও আত্মবিশ্বাসী। এবার তার লক্ষ্য বিপিএলে নিজের সেরা ফর্ম দেখানো এবং আবারও জাতীয় দলের দরজায় কড়া নাড়া।