খেলা

বিশ্বকাপ আর কোপাজয়ী জার্সি নিয়ে আর্জেন্টিনায় মেসির জাদুঘর

উপ-সম্পাদক

উপ-সম্পাদক

শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
বিশ্বকাপ আর কোপাজয়ী জার্সি নিয়ে আর্জেন্টিনায় মেসির জাদুঘর
ফুটবলের জাদুকর লিওনেল মেসি তাঁর অসাধারণ ক্যারিয়ারে অর্জিত শিরোপার স্মৃতি ধরে রাখতে আর্জেন্টিনায় খুলেছেন একটি জাদুঘর। তাঁর জন্মস্থান রোসারিওতে স্থাপিত এই জাদুঘরটি বিশেষ করে ফুটবলপ্রেমীদের জন্য একটি তীর্থস্থান হয়ে উঠেছে। মেসি তাঁর ক্যারিয়ারের গর্বের স্মৃতি হিসেবে রাখা জার্সিগুলো এখানে প্রদর্শন করেছেন, যেগুলো গায়ে চাপিয়ে তিনি আর্জেন্টিনাকে এনে দিয়েছেন কাক্ষিত শিরোপাগুলো।
জাদুঘরে স্থান পেয়েছে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের কাতার বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকার জার্সি। কাচের দেয়ালে সাজানো এই জার্সিগুলো নিখুঁতভাবে সংরক্ষণ করা হয়েছে। জার্সির প্রথম সারিতে রয়েছে ২০২১ কোপা আমেরিকার সেই বিশেষ জার্সি, যার মাধ্যমে আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপাখরা ঘুচিয়েছিলেন মেসি। এই টুর্নামেন্টে তিনি সাত গোল করে সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন।
পরবর্তী সারিতে রয়েছে ২০২২ কাতার বিশ্বকাপের জার্সি, যা মেসির ফুটবল ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্তের প্রতীক। ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা সেবার বিশ্বকাপ জিতেছিল। মেসি সেই টুর্নামেন্টের অন্যতম প্রধান নায়ক ছিলেন। তার অসাধারণ পারফরম্যান্সের কারণে আর্জেন্টিনা আবার বিশ্ব ফুটবলের শীর্ষে পৌঁছেছিল।
জাদুঘরের সবচেয়ে নতুন সংযোজন ২০২৪ কোপা আমেরিকার জার্সি। মেসির নেতৃত্বে আর্জেন্টিনা সেবার আরও একটি শিরোপা অর্জন করে। এসব জার্সি কেবল মেসির নয়, বরং পুরো আর্জেন্টিনা ফুটবলের গৌরবের প্রতীক।
মেসি ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন, এই জাদুঘর তার ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোকে স্মরণ করার একটি উদ্যোগ। তিনি লিখেছেন, এই স্মৃতিগুলো আমার কাছে খুব মূল্যবান, যা প্রতিটি ডিসেম্বরে ফিরে আসে এবং আমার হৃদয় ভরে যায়।
মেসির এই উদ্যোগ আর্জেন্টিনার ফুটবল ভক্তদের জন্য যেমন অনুপ্রেরণা, তেমনি বিশ্বজুড়ে মেসি ভক্তদের জন্যও এক অসামান্য উপহার। জাদুঘরটি মেসির অর্জনগুলোকে কেবল ধরে রাখেনি, বরং প্রজন্মের পর প্রজন্মকে ফুটবলের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে উৎসাহিত করবে।