বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে খেলতে পারেন বলে গুঞ্জন উঠেছে। সম্প্রতি চেন্নাই সুপার কিংস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি রহস্যময় পোস্টার প্রকাশ করেছে, যেখানে রবীন্দ্র জাদেজার সঙ্গে আরেক অলরাউন্ডারের অবয়ব যুক্ত করা হয়েছে। নেটিজেনদের ধারণা, সেই অবয়ব সাকিব আল হাসানের।
পোস্টারে লেখা হয়েছে, “কে হতে পারে জাড্ডুর (জাদেজা) যমজ অলরাউন্ডার?” এ নিয়ে সাকিবভক্তরা আশায় বুক বেঁধেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সাকিব আল হাসান প্রথমবারের মতো আইপিএলে খেলার সুযোগ পান ২০১১ সালে। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে শুরুতেই তিনি নিজের দক্ষতা প্রমাণ করেন। সেই মৌসুমে কেকেআরের অপরিহার্য সদস্য হয়ে ওঠেন এবং দলকে শিরোপা জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাকিব কেকেআরের হয়ে দুটি আইপিএল শিরোপা (২০১২ এবং ২০১৪) জিতেছেন। পরবর্তী সময়ে তিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়েও খেলেছেন।
সাকিব এখন পর্যন্ত আইপিএলে ৭১টি ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি ৭৯৩ রান করেছেন এবং বল হাতে নিয়েছেন ৬৩টি উইকেট। একজন অলরাউন্ডার হিসেবে তার পারফরম্যান্স একাধিক ম্যাচে ম্যাচ উইনার ভূমিকা পালন করেছে।
সাকিবের নাম এ বছরের আইপিএল নিলামের তালিকায় রয়েছে। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে এক কোটি রুপি। চেন্নাই সুপার কিংসের সাম্প্রতিক পোস্টটি ইঙ্গিত দিচ্ছে যে দলটি সাকিবকে কিনতে আগ্রহী হতে পারে। আইপিএলের নিলাম সৌদি আরবের জেদ্দায় আগামী ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
চেন্নাই সুপার কিংসের জন্য সাকিব হতে পারেন একটি গুরুত্বপূর্ণ সম্পদ। তার ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং দক্ষতার কারণে তিনি যে কোনো দলের এক্স-ফ্যাক্টর হতে পারেন। বিশেষ করে, চেন্নাইয়ের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের ওপর নির্ভরশীল দলের জন্য সাকিবের মতো অলরাউন্ডার একজন আদর্শ পছন্দ।
তবে সাম্প্রতিক সময়ে সাকিবের পারফরম্যান্স মিশ্র হওয়ায় আইপিএলে তার দল পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। দেশের হয়ে আপাতত মাঠে নামছেন না সাকিব, তাই বিভিন্ন আন্তর্জাতিক লিগে অংশ নিয়ে নিজেকে ব্যস্ত রাখতে চান। যদি চেন্নাই তাকে দলে নেয়, তাহলে এটি তার জন্য আবারও নিজের প্রতিভা প্রমাণ করার বড় মঞ্চ হবে।
সাকিবের আইপিএলে সফল হওয়ার অতীত রেকর্ড চেন্নাই সুপার কিংসের জন্য ইতিবাচক হতে পারে। বিশেষ করে চেন্নাইয়ের স্পিনবান্ধব চিপকের উইকেটে সাকিবের বোলিং কার্যকর হতে পারে। তাছাড়া, তার ব্যাটিং চেন্নাইয়ের মিডল অর্ডারকে শক্তিশালী করতে পারে।
সাকিবভক্তরা এই সম্ভাবনায় দারুণ উচ্ছ্বসিত। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা আশা প্রকাশ করছেন যে সাকিব আবারও আইপিএলে নিজের ছাপ রেখে আসবেন। ভক্তরা তাকে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখার জন্য অপেক্ষা করছেন।
আইপিএল নিলামে সাকিব দল পেলেও কিংবা না পেলেও তার আইপিএল ক্যারিয়ার বরাবরই বাংলাদেশ ক্রিকেটের জন্য গর্বের বিষয়। যদি তিনি চেন্নাইয়ে যোগ দেন, তবে এটি তার জন্য ক্যারিয়ারের আরেকটি নতুন অধ্যায় হবে। একইসঙ্গে চেন্নাই সুপার কিংসের জন্যও এটি হবে একটি বড় সিদ্ধান্ত।
সবমিলিয়ে, সাকিব আল হাসানকে নিয়ে এই গুঞ্জন আইপিএল নিলামের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। চেন্নাইয়ের পোস্টের ইঙ্গিত বাস্তবে পরিণত হলে সাকিবের আইপিএল ক্যারিয়ার নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।