খেলা

অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয়রথ, তবুও ভারতের রেকর্ড অটুট

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয়রথ, তবুও ভারতের রেকর্ড অটুট

উন্ডিজদের তুলোধুলো করেও ভারতে ছুতে পারলো না অজিরা। যেনো সব জিতেও অধরা ভারতীয়দের রেকর্ড। শুধুমাত্র সীমাবদ্ধতা  এ যাত্রায় আটকে দিলো ডিম ডেভিট - ম্যাক্সওয়েলদের। 
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করার পর টি-টোয়েন্টি সিরিজেও প্রতিপক্ষকে একপ্রকার শূন্যে নামিয়ে আনল অস্ট্রেলিয়া। দীর্ঘ সফরে একটিও ম্যাচ না হেরে অজিরা ৮-০ ব্যবধানে সিরিজ জয় করলেও, ভারতের গড়া সর্বোচ্চ জয়সংখ্যার রেকর্ড ছুঁতে পারল না তারা।
সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবীয়দের বিপক্ষে প্রতিটি ম্যাচেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে সেন্ট কিটস  অ্যান্ড নেভিসে তারা ৩ উইকেটে জয় তুলে নেয়, ফলে সিরিজ শেষ হয় ৫-০ ব্যবধানে। এর আগে তিনটি টেস্ট জিতে নেয় দলটি। এক সফরে অপরাজিত থেকে ৮ ম্যাচ জেতা অস্ট্রেলিয়ার এ অর্জন ইতিহাসে দ্বিতীয় স্থানে রয়েছে। এক্ষেত্রে একমাত্র শীর্ষস্থানে রয়েছে ভারত, যারা ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৯-০ ব্যবধানে সিরিজ শেষ করেছিল।
শেষ টি-টোয়েন্টিতে ১৭১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ৪.৪ ওভারে ৪ উইকেটে ৬০ রানে পড়ে যায় অস্ট্রেলিয়া। তবে সেখান থেকে ম্যাচের হাল ধরেন ক্যামেরন গ্রিন ও মিচেল ওয়েন। তাঁদের ব্যাটে ২৯ বলে আসে ৬৩ রানের কার্যকরী জুটি। ওয়েন ১৭ বলে করেন ৩০ রান। শেষদিকে মার্শের নেতৃত্বে দলটি ৩ ওভার হাতে রেখেই জয় তুলে নেয়।
ব্যাট হাতে টি-টোয়েন্টি সিরিজে আলো ছড়িয়েছেন গ্রিন। তিনি তিনটি হাফসেঞ্চুরিতে সংগ্রহ করেন ২০৫ রান, স্ট্রাইক রেট ছিল ১৬৪ ও গড় ৬৮.৩৩। এজন্য সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এই অলরাউন্ডার। বল হাতে ম্যাচে জ্বলে ওঠেন বেন ডোয়ারশুইস, ৪ ওভারে ৪১ রানে ৩ উইকেট তুলে নিয়ে হয়েছেন ম্যাচসেরা। সঙ্গী হয়েছেন নাথান এলিস, যিনি নিয়েছেন ২ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংস সর্বোচ্চ ৫২ রান আসে শিমরন হেটমেয়ারের ব্যাট থেকে। তবে ব্যাটিং ব্যর্থতা ও নিয়মিত উইকেট পতনের কারণে দলটি ১৯.৪ ওভারে ১৭০ রানে গুটিয়ে যায়।
উল্লেখযোগ্য যে, বিদেশের মাটিতে একটিও ম্যাচ না হেরে ৮ ম্যাচ জয়ের এই কীর্তি এর আগে আরও দুটি দল অর্জন করেছিল—২০০৫ সালে নিউজিল্যান্ড সফরে অস্ট্রেলিয়া এবং ১৯৮৩ সালে ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজ। তবেভারতের ২০১৭ সালের ৯-০ জয়ের রেকর্ড আজও অটুট রইল।
সিরিজ পরাজয় বাজে ভাবে সেই সাথে দলটি হারিয়েছে তাদের অন্যতম সেরা স্টার আন্দ্রে রাসেলকে। যেনো মরার ওপর খড়ার ঘা। যে দলকার ক্রিকেটারদের ছাড়া বিশ্বের কোনো টি20 লীগ কল্পনাও করা যায় না। তাদের এমন বেহাল দশা, এই সোচনীয় পরাজয় যেনো ক্রিকেট বোদ্ধাদের জন্য মেনে নেয়া কঠিন, ভক্তদের জন্যও যেনো অতৃপ্তি।