লিওনেল মেসি নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন, একজন এমিলিয়ানো মার্টিনেজ তাকে আন্তর্জাতিক সাফল্য দিয়েছেন, যিনি একের পর এক ম্যাচে টাই ব্রেকারে হিরো বনে গেছেন। এবার এমির পর চলে এসেছেন আরেক আর্জেন্টাইন উদীয়মান খেলোয়াড়। টাই ব্রেকারে হিরো বনে গেছেন তিনিও। এই ফুটবলার যেন দেখিয়ে দিলেন সবাইকে, তিনিও প্রস্তুত নতুন এমি হওয়ার জন্য। যেন বাজপাখির বিদায়ের পর তার শূন্যস্থান পূরণ করবেন এই আর্জেন্টাইন। যার শুরু করেছেন ক্লাব ফুটবলে। লিওনেল মেসির ইঞ্জুরিতে মায়ামি নির্ধারিত সময়ে ড্র করার পর খেলা যখন গড়ায় টাই ব্রেকারে, তখন পেনাল্টি ঠেকিয়ে দিয়ে হিরো হয়ে গেছেন তিনি।
লিওনেল মেসি ইনজুরিতে মাঠ ছাড়ার পর ইন্টার মায়ামির ম্যাচটিই যেন দুলছিল হারের দিকেই। তবে অতিরিক্ত সময়ে জর্দি আলবার হেডে সমতা আসে, খেলা গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই উদিত হয় নতুন নায়ক—২৩ বছর বয়সী আর্জেন্টাইন গোলকিপার রোকো রিওস নোভো।
নেকাজার প্রথম দুটি পেনাল্টি সফল হলেও, তৃতীয় শট নিতে আসেন তাদের সেরা ফরোয়ার্ড বাদালনি। বাঁ দিক ঘেঁষে নেওয়া তার জোরালো শটটি অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেন নোভো। টাইব্রেকারে সেটিই ছিল একমাত্র সেভ, যা মায়ামিকে এনে দেয় ৫-৪ ব্যবধানের জয়।
লোনে খেলা এই তরুণ ইতোমধ্যেই হয়ে উঠেছেন ভরসার প্রতীক। অনেকেই বলছেন, নতুন এমিলিয়ানো মার্টিনেজ হয়ে উঠছেন তিনি। তার এই পারফর্মেন্সে মেসির ট্রফি জয়ের স্বপ্ন এখনও বেঁচে আছে।
এখন প্রশ্ন একটাই—রোকো কি হতে যাচ্ছেন টাইব্রেকারের পরবর্তী কিংবদন্তি?