লিগস কাপের প্রথম রাউন্ডে নাটকীয় এক ম্যাচে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। অতিরিক্ত সময় শেষে ম্যাচ যখন ড্রয়ের দিকেই যাচ্ছিল, তখনই বদলে যায় সবকিছু। ৯০ মিনিট শেষে যোগ করা ৫ মিনিটও শেষ। তখনই লুইস সুয়ারেজের সঙ্গে দারুণ বল দেয়া-নেয়া করে প্রতিপক্ষ বক্সে ঢুকে পড়েন মেসি। নিজে শট নিতে পারতেন, কিন্তু নিঃস্বার্থভাবে বল বাড়িয়ে দেন সতীর্থ মার্সেলো ওয়েগান্ডের দিকে, যিনি বল জড়িয়ে দেন জালে।
তবে গোলের পরপরই লাইন্সম্যান অফসাইডের সংকেত দেন। মায়ামি শিবিরে হতাশা, কিন্তু কোচ মাশ্চেরানোর ভিএআর চাওয়ার পর ভিডিও রিপ্লেতে দেখা যায় গোলটি বৈধ। সিদ্ধান্ত বদলের পর উল্লাসে ফেটে পড়েন মেসি, বিশেষ করে ম্যাচজুড়ে তাকে প্ররোচনা দেওয়া আটলাস খেলোয়াড় মাতিয়াস কোক্কারোর সামনে দাঁড়িয়ে বার্তা দেন—এবার সরে যাও! পুরো ম্যাচজুড়ে সরাসরি স্কোরশিটে না থাকলেও দুই গোলেই সরাসরি অবদান ছিল মেসির। ৫৮ মিনিটে গোলরক্ষকের মুখোমুখি হয়েও নিঃস্বার্থভাবে বল বাড়িয়ে দেন সেগোভিয়াকে, যেখান থেকে আসে প্রথম গোল। এরপর ৮০ মিনিটে লোজানোর গোলে সমতায় ফেরে আটলাস।
তবে শেষ কথাটি বলেন মেসিই। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে তার তৈরি করা সুযোগ থেকেই আসে জয়সূচক গোল। তার জাদুতে ও ভিএআরের সাহায্যে ড্র থেকে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। জয়টা সহজ ছিল না, কিন্তু যখন দলে লিওনেল মেসি থাকেন, তখন যেকোনো অসম্ভবকেই সম্ভব করা যায়।