খেলা

মেসির হাতে ১১ কোটি টাকার ঘড়ি, যা সবাইকে চমকে দিল!

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

সোমবার, ২৮ জুলাই, ২০২৫
মেসির হাতে ১১ কোটি টাকার ঘড়ি, যা সবাইকে চমকে দিল!


মাঠে যেমন, মাঠের বাইরেও লিওনেল মেসি রেকর্ড গড়তে জানেন। সম্প্রতি মেজর লিগ সকারের অলস্টার ম্যাচে নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারেননি এই আর্জেন্টাইন মহাতারকা। তবে গ্যালারিতে উপস্থিত ছিলেন সতীর্থ রদ্রিগো ডি পলের প্রেজেন্টেশন দেখতে। আর ঠিক তখনই ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে এক নজরকাড়া দৃশ্য—মেসির হাতে থাকা বিলাসবহুল একটি ঘড়ি, যা মুহূর্তেই আলোচনায় চলে আসে।

ঘড়িটির নাম রোলেক্স ডায়টোনা কসমোগ্রাফ ‘বার্বি’ মডেল, যা রোলেক্সের ইতিহাসে অন্যতম বিরল ও সংগ্রহযোগ্য কালেকশন। মাত্র ১০টি তৈরি করা হয়েছে এই মডেল, যার একটি এখন মেসির সংগ্রহে। এই ঘড়িটি তৈরি হয়েছে ১৮ ক্যারেট হলুদ সোনা দিয়ে। গোলাপি ডায়ালের সাথে মিলিয়ে ব্যবহার করা হয়েছে দুষ্প্রাপ্য গোলাপি নীলকান্ত (স্যাফায়ার), যা ঘণ্টার চিহ্ন হিসেবে বসানো। ঘড়ির বেজেল ও চারপাশ সাজানো হয়েছে ব্রিলিয়ান্ট-কাট হীরা দিয়ে, যা একে দিয়েছে অসাধারণ নান্দনিকতা।


এই অনন্য ঘড়িটির মূল্য শুনলে চোখ কপালে উঠবে যেকারও—মেসির খরচ হয়েছে প্রায় ৯ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা! এ টাকায় অনায়াসেই কেনা সম্ভব বিলাসবহুল গাড়ি কিংবা একটি প্রাইভেট জেট।

মেসির সংগ্রহে অবশ্য আরও বহু দুষ্প্রাপ্য ঘড়ি রয়েছে। রোলেক্স ছাড়াও বিভিন্ন লিমিটেড এডিশন ঘড়ির মালিক তিনি। ফুটবল মাঠের নায়ক হয়েও জীবনযাপন করেন অত্যন্ত সাধারণভাবে। তবে শৈল্পিক জিনিসের প্রতি তার ভালোবাসা যে গভীর, এই ঘড়িটিই যেন তার নিখুঁত প্রমাণ।