খেলা

মেসির বডিগার্ড ডি পল এখন মায়ামিতে, ক্লাবেও খেলবেন মেসির সাথে!

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

শনিবার, ২৬ জুলাই, ২০২৫
মেসির বডিগার্ড ডি পল এখন মায়ামিতে, ক্লাবেও খেলবেন মেসির সাথে!


ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসির ‘আসল’ বডিগার্ড—রদ্রিগো ডি পল! কাতার বিশ্বকাপের সময় থেকেই যিনি ছিলেন মেসির ছায়াসঙ্গী, এবার সেই ভরসার নামই যুক্ত হলো মায়ামির জার্সিতে। মাত্র ৩১ বছর বয়সেই ইউরোপ ছাড়ার সিদ্ধান্ত অনেকের কাছে অবাক করার মতো। 

শারীরিক ও পারফরম্যান্সের দিক থেকে এখনও শীর্ষ পর্যায়ে থাকা সত্ত্বেও, ডি পল ক্যারিয়ারের মুনাফা নয়, বেছে নিয়েছেন ভালোবাসা—মেসির পাশে থাকার সুযোগ। এজন্যই ইউরোপের আলো ঝলমলে মঞ্চ ছেড়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে, ইন্টার মায়ামির হয়ে।গত এক মাস ধরে শোনা যাচ্ছিল, মেসি হয়তো মায়ামি ছাড়তে চলেছেন। কারণ বিশ্বকাপ সামনে রেখে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে চাইছিলেন তিনি।

 তবে এই দুশ্চিন্তার মধ্যেই দৃশ্যপট বদলে দেয় ইন্টার মায়ামির পরিকল্পনা। মেসিকে শুধু দলে রাখাই নয়, তার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতেও দৃঢ় প্রতিজ্ঞ ক্লাবটি। আর সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দু রদ্রিগো ডি পল। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে আপাতত ধারে এনেছে মায়ামি, ভবিষ্যতে স্থায়ী চুক্তির সম্ভাবনাও থাকছে।

 যদিও শুরুতে ১৫ মিলিয়ন ইউরো ট্রান্সফারের কথা শোনা গিয়েছিল, শেষমেশ হয়েছে লোন চুক্তি। যা দলটির জন্য ইতিবাচক! নতুন ক্লাবে ডি পলের গায়ে উঠছে ৭ নম্বর জার্সি—জাতীয় দলে যেটি তার পরিচিত নম্বর। আগের ক্লাবে খেলতেন ৫ নম্বরে, তবে এবার সেই নম্বর বদলে যাচ্ছে। আর্জেন্টাইন সমর্থকরা এখন মুখিয়ে মেসি ও ডি পলকে একসাথে ক্লাবের জার্সিতে দেখার জন্য।