খেলা

সিরাজের ঘড়ি ও ভারতের কোমর ভাঙ্গলেন জো রুট!

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

শনিবার, ২৬ জুলাই, ২০২৫
সিরাজের ঘড়ি ও ভারতের কোমর ভাঙ্গলেন জো রুট!
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মোহাম্মদ সিরাজের। বল হাতে ধার কমেছে, আর ব্যাটারদের চোখে তিনি যেন এখন রীতিমতো 'টার্গেট'। ম্যানচেস্টারে ইংল্যান্ড-ভারতের চলমান চতুর্থ টেস্টেও একই দৃশ্য। বোলিংয়ের সময় একের পর এক বাউন্ডারি হজম করছেন, আর স্লেজিংয়ের নামে ব্যাটারদের দিকে তেড়ে গিয়ে যেন নিজেকে রোনালদো ভাবছেন!

 ওভারপ্রতি রান বিলিয়ে ইংলিশদের ১২তম খেলোয়াড় হয়ে উঠেছেন যেন। ২৬ ওভার বল করে সেঞ্চুরি পেরিয়ে যান, কিন্তু সেটা উইকেট নিয়ে নয়—রান হজমে!তবে ম্যাচের মধ্যেই ঘটে এক মজার ঘটনা। সিরাজের একটি ডেলিভারি রুটের প্যাডে লাগলে সঙ্গে সঙ্গে আবেদন করেন তিনি।

 কিন্তু রুট আত্মবিশ্বাসী ছিলেন আউট নন, দৌড়ে সিঙ্গেল নিতে যান। সিরাজও তখন দুহাত প্রসারিত করে আবেদন করতে করতে পিছিয়ে যাচ্ছিলেন। সে সময় তার হাত গিয়ে লাগে রুটের ব্যাটে, আর তাতেই ছিঁড়ে গিয়ে খুলে যায় সিরাজের হাতঘড়ি। রুট ইচ্ছে করে করেননি, তবুও পরিস্থিতির কারণেই ঘটে যায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। দামি ঘড়িটা পড়ে গিয়ে সিরাজ পরে কুড়িয়ে তুলে নেন, আর তা ঠিক করার চেষ্টা করেন মাঠেই।


এদিকে রুটের সময় যেন সিরাজের উল্টো দিকে বইছে। এক ইনিংসেই টপকে গেছেন দ্রাবিড়, পন্টিং ও ক্যালিসকে। এখন তিনি টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, তার সামনে কেবল শচিন টেন্ডুলকার। শচিনকে ছুঁতে চাই আরও ২৫১২ রান—পারবেন কি রুট? সময়ই হয়তো সে উত্তর দেবে, তবে আপাতত সিরাজকে বলা যায়, যার সময় খারাপ, তার ঘড়ি দিয়েই বা হবে কী? একদিকে ভারত, অন্যদিকে সিরাজ, ১৫০ রান করে সবার কোমর ভেঙ্গে সময় খারাপ করে দিয়েছেন রুট!