খেলা

রিয়াল মাদ্রিদে আর্জেন্টিনার জোয়ার! এঞ্জো ফার্নান্দেজকে নিতে ১৫০ মিলিয়ন ইউরোর বিশাল প্রস্তাব

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
রিয়াল মাদ্রিদে আর্জেন্টিনার জোয়ার! এঞ্জো ফার্নান্দেজকে নিতে ১৫০ মিলিয়ন ইউরোর বিশাল প্রস্তাব
সময় যেন পাল্টে যাচ্ছে, বদলে যাচ্ছে রিয়াল মাদ্রিদের ইতিহাসও। এক সময় যেই ক্লাবটিকে বলা হতো ব্রাজিলিয়ান ফুটবলারের আঁতুড়ঘর, সেখানে এখন আর্জেন্টিনার ফুটবলারদের প্রভাব চোখে পড়ার মতো। একের পর এক ব্রাজিলিয়ান তারকাকে সরিয়ে এবার নজর দিচ্ছে আলবিসেলেস্তেদের দিকে।

 কিছুদিন আগেই আর্জেন্টিনার তরুণ প্রতিভা ফ্রাংকো মাস্তানতুনোকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। এবার নতুন টার্গেট—বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজ।২০২৪ সালে ক্লাব থেকে অবসর নিয়েছেন টনি ক্রুস, অন্যদিকে ক্লাব ছেড়েছেন অভিজ্ঞ লুকা মদ্রিচও। ফলে মাঝমাঠে অভিজ্ঞতার যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ করতেই এবার মরিয়া রিয়াল। নতুন কোচ জাবি আলোনসোও মাঝমাঠে ভারসাম্য ফেরাতে আর্জেন্টাইন এই প্রতিভাকে টার্গেট করেছেন।

 এদিকে চেলসি সাম্প্রতিক সময়ে কনফারেন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জিতেছে, আর সেই সফলতার পেছনে বড় অবদান এঞ্জোর। সেজন্যই তো তাকে দলে পেতে উঠে পড়ে লেগেছে লস ব্লাঙ্কোসরা।বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারকে পেতে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২১ হাজার ৩০০ কোটি টাকা! জনপ্রিয় ফুটবল ম্যাগাজিন ‘FourFourTwo’-এর এক প্রতিবেদন অনুযায়ী, এই প্রস্তাব ইতিমধ্যেই গ্রহণ করেছে চেলসি, আর খেলোয়াড় নিজেও আগ্রহী মাদ্রিদে যাওয়ার জন্য।যদিও সবকিছু এখনো চূড়ান্ত হয়নি, তবে আর্জেন্টাইন এই তারকার রিয়ালে যোগ দেওয়া এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। আর যদি এই ডিল কোনোভাবে ভেস্তে যায়, তবে বিকল্প হিসেবে রিয়ালের নজর ম্যানচেস্টার সিটির রদ্রির দিকে।

সব মিলিয়ে গত মৌসুমের ব্যর্থতা কাটিয়ে শক্তিশালী স্কোয়াড গড়ে আবারও ইউরোপ শাসন করতে চায় রিয়াল মাদ্রিদ। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সেনানিদের ওপর ভরসা রেখেই যে নতুন রাজত্ব গড়তে চায় ক্লাবটি, তা বলাই বাহুল্য। এখন অপেক্ষা, এই ইতিহাস গড়া চুক্তির আনুষ্ঠানিক ঘোষণার।