খেলা

দেশের মাটিতে মেসির শেষ নাচ? স্কালোনির ঘোষিত দলে মেসি, নেই দিবালা-গার্নাচো

Sports Reporter

Sports Reporter

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
দেশের মাটিতে মেসির শেষ নাচ? স্কালোনির ঘোষিত দলে মেসি, নেই দিবালা-গার্নাচো
আর্জেন্টিনার ম্যাচ মানেই আলবিসেলেস্তে সমর্থকদের জন্য এক মহোৎসব। তবে এবারের বাছাইপর্ব যেন উৎসবের সঙ্গে মিশিয়ে দিয়েছে বিদায়ের আবেগও। কারণ এই প্রজন্মের সবচেয়ে বড় নায়ক লিওনেল মেসি হয়তো শেষবারের মতো দেশের মাটিতে নামতে যাচ্ছেন।
দীর্ঘ দেড় যুগ ধরে আর্জেন্টিনা সমর্থকদের সুখ-দুঃখের সঙ্গী মেসি। শুরুটা হয়েছিল অগণিত প্রত্যাশার বোঝা নিয়ে, মাঝখানে ছিল ব্যর্থতার দীর্ঘ অধ্যায়, আর শেষ পর্যন্ত কাতার বিশ্বকাপে পূর্ণ করেছেন অপূর্ণ স্বপ্ন। কিন্তু ৩৮ বছর বয়সে এসে ক্যারিয়ারের ইতি টানার দিন যে খুব বেশি দূরে নয়, তা অনেকেই বুঝে গেছেন। ধারণা করা হচ্ছে, ২০২৬ আমেরিকা বিশ্বকাপই হতে পারে তার আন্তর্জাতিক ফুটবলের বিদায় আসর। তাই আগামী ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচই হতে পারে দেশের মাটিতে মেসির শেষ নাচ।
এদিকে, আসন্ন বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা—৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে। ঘোষিত দলে এসেছে বেশ কিছু চমক। বরাবরের মতো এবারও জায়গা হয়নি পাওলো দিবালার, যাকে ঘিরে অনেকেই মনে করছেন জাতীয় দলের ক্যারিয়ার কার্যত শেষ। একইভাবে বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচো, যিনি সাম্প্রতিক সময়ে আলোচনায় ছিলেন ক্লাব পরিবর্তনের কারণে।
তবে স্কোয়াডে ফিরেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। নিষেধাজ্ঞার কারণে জায়গা হয়নি এঞ্জো ফার্নান্দেজের। বড় তারকাদের পাশাপাশি জায়গা পেয়েছেন দুই প্রতিশ্রুতিশীল তরুণ—ফ্রাঙ্কো মাস্তানতুনোক্লাউদিও এচেভেরি
আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুল্লি।
 ডিফেন্ডার: ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গঞ্জালে মন্টিয়েল, লিওনার্দো বালের্দি, হুয়ান ফয়থ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুনা, হুলিও সোলার।
 মিডফিল্ডার: অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এক্সেকুয়েল প্যালাসিওস, অ্যালান ভারেলা, লিয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, নিকোলাস পাজ, রদ্রিগো ডি পল, জিওভানি লো সেলসো, ভ্যালেন্তিন কারবোনি।
 ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, হোসে ম্যানুয়েল লোপেজ, জিউলিয়ানো সিমেওনে, ক্লাউদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুনো।