যদি পারো, তবে আমাকে আটকে রাখো—মাঠে যেন এমন বার্তাই ছড়িয়ে দিলেন লিওনেল মেসি। রেকর্ড সংখ্যক দলীয় শিরোপার মালিক আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর এখন তাকিয়ে আছেন নিজের রেকর্ডকে আরও উঁচুতে নিয়ে যেতে।
লিগস কাপের সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বী অরলান্ডোর বিপক্ষে মেসির জাদুকরি পারফরম্যান্সে পিছিয়ে পড়া থেকে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলে জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। আর তাতেই ফাইনালে জায়গা করে নিলো ডেভিড বেকহামের ক্লাব।
ম্যাচের গল্প
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে প্যাসালিকের দুর্দান্ত গোলে পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। সেই মুহূর্তে মনে হচ্ছিল, মেসির দল হয়তো থেমে যাবে সেমিফাইনালেই। প্রতিপক্ষের আগ্রাসন, খেলার গতি আর চাপ—সব কিছু যেন কাজ করছিল মায়ামির বিপক্ষে।
তবে মেসি থাকলে ম্যাচ শেষ হওয়ার আগে কিছুই বলা যায় না। দ্বিতীয়ার্ধে তিনি ফেরালেন ম্যাচের চিত্রনাট্য।
৭৬ মিনিটে দলের পাওয়া পেনাল্টি থেকে স্বাভাবিক ভঙ্গিতেই গোল করে দলকে ফেরালেন সমতায়। এরপর ৮৮ মিনিটে জর্দি আলবার সাথে চমৎকার কম্বিনেশন থেকে রক্ষণ ভেদ করে নিলেন দুর্দান্ত এক শট—বল গিয়ে জড়াল অরলান্ডোর জালে। যেন প্রতিপক্ষকে চোখ রাঙ্গিয়ে বললেন, “এ কারণেই আগের ম্যাচে বিশ্রামে ছিলাম।”
অতিরিক্ত সময়ে ভেগোভিয়ার গোলে ব্যবধান আরও বাড়ে। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিশ্চিত করে ফাইনালে পৌঁছে যায় ইন্টার মায়ামি।
মেসির সামনে হাতছানি রেকর্ড
এই জয়ে মায়ামির হয়ে ৩য় শিরোপার সুযোগ পেলেন মেসি। ব্যক্তিগতভাবে তার সামনে এখন রেকর্ড ৪৭তম শিরোপার হাতছানি। নেতৃত্ব, আত্মবিশ্বাস আর নাটকীয়তার মিশেলে আবারও প্রমাণ করলেন—শেষ মুহূর্তে জ্বলে উঠার নামই লিওনেল মেসি।