লিওনেল মেসির হাতে উঠা বিশ্বকাপ ট্রফি কোটি ভক্তের আনন্দের হলেও, কিছু দলের জন্য ছিল বিষের মতোই কঠিন এক বাস্তবতা। যেটা একবার হজম হয়নি তাদের, সেটা কি দ্বিতীয়বার হবে? কে জানে, যদি সত্যি আরও একটি বিশ্বকাপ জিতে নেন লিওনেল মেসি, তবে বিতর্কের সব দরজা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। তিনিই হয়ে উঠবেন সর্বকালের সেরা ফুটবলার—এমনটাই ভাবছেন অনেকেই।
সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা একের পর এক সাফল্যে যেন বিশ্ব ফুটবলের মুকুট ছিনিয়ে নিয়েছে। কোপা আমেরিকার শিরোপা, ফিনালিসিমা জয়, বিশ্বকাপ জয়, আবারও কোপা শিরোপা—সব মিলিয়ে শীর্ষ ফর্মে রয়েছে আলবিসেলেস্তেরা। বর্তমানে ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থানেও রয়েছে তারা। আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের প্রথম দল হিসেবে জায়গা করে নিয়েছে তারা বাছাইপর্বে, আর সেই দলই এখন প্রতিটি টুর্নামেন্টের ফেবারিট।
এমন সময়েই সামনে এলো এক অবিশ্বাস্য ভবিষ্যদ্বাণী। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটজিপিটি সম্প্রতি প্রকাশ করেছে ২০২৬ থেকে ২০৬২ সাল পর্যন্ত পরবর্তী ১০টি বিশ্বকাপের সম্ভাব্য বিজয়ীদের তালিকা। যেখানে আর্জেন্টিনার নাম রয়েছে দু’বার, এর মধ্যে ২০২৬ সালের বিশ্বকাপ জয়ের ভবিষ্যদ্বাণীও রয়েছে।
দেখে নিন AI-এর চোখে আগামী ১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের তালিকা:
- ২০২৬ – আর্জেন্টিনা
- ২০৩০ – ব্রাজিল
- ২০৩৪ – ফ্রান্স
- ২০৩৮ – জার্মানি
- ২০৪২ – স্পেন
- ২০৪৬ – ইংল্যান্ড
- ২০৫০ – নেদারল্যান্ডস
- ২০৫৪ – ইতালি
- ২০৫৮ – নাইজেরিয়া
- ২০৬২ – আর্জেন্টিনা
মেসির রাজকীয় বিদায়?
২০২৬ বিশ্বকাপ যদি আর্জেন্টিনা জেতে, তবে সেটা হতে পারে লিওনেল মেসির ক্যারিয়ারের পরিপূর্ণ ফেয়ারওয়েল। আর তখন আর কোনো প্রশ্ন থাকবে না তার শ্রেষ্ঠত্ব নিয়ে। হয়তো আবারও সেই পুরনো গল্প—পেনাল্টি বিতর্ক, সমালোচনা ও উত্তেজনা—ঘুরে আসবে, তবে আর্জেন্টিনার বিজয় রচনা করবে এক অনন্য ইতিহাস।
ব্রাজিলের হেক্সা মিশন
এরপরের বিশ্বকাপে ব্রাজিলের জয় নিয়ে চ্যাটজিপিটির ভবিষ্যদ্বাণী। ২০০২ সালের পর দীর্ঘ ২৮ বছর শিরোপা-খরায় ভুগছে সেলেসাওরা। এবার ভিনিসিয়াস জুনিয়রদের হাত ধরে হয়তো পূর্ণ হবে হেক্সা মিশন।
ইউরোপের আধিপত্য, নাইজেরিয়ার বিস্ময়
চমক এখানেই শেষ নয়। ইউরোপের ছয়টি দেশ ভাগ করে নিচ্ছে বাকি সাতটি শিরোপা। ফ্রান্স, জার্মানি, স্পেন, ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও ইতালি—সবাই থাকবে ট্রফির স্বাদে। তবে সবচেয়ে বড় চমক—২০৫৮ সালে বিশ্বকাপ জিতবে নাইজেরিয়া! অর্থাৎ, প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপ ট্রফি ঘরে তুলবে তারা।