খেলা

আইপিএলকে বিদায় জানালেন রাভিচন্দ্রন অশ্বিন, এবার কি খেলবেন বিপিএলে?

Sports Reporter

Sports Reporter

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
আইপিএলকে বিদায় জানালেন রাভিচন্দ্রন অশ্বিন, এবার কি খেলবেন বিপিএলে?
আন্তর্জাতিক ও ফ্রাঞ্চাইজি ক্রিকেটের এক সফল ও কিংবদন্তি নাম রাভিচন্দ্রন অশ্বিন। বল হাতে ভয়ংকর, ব্যাট হাতেও নির্ভরতার প্রতীক—এই অলরাউন্ডার দীর্ঘদিন ধরেই বিশ্ব ক্রিকেটে নিজের জাত চেনাচ্ছেন। ভারতের হয়ে বহু আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, তবে আইপিএলে বরাবরই ছিলেন সক্রিয় ও প্রভাবশালী। এবার সেই অধ্যায়েও টানলেন পর্দা।
সম্প্রতি নিজের এক্স (পুরনো টুইটার) অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে আইপিএলকে বিদায় জানান এই অভিজ্ঞ ক্রিকেটার। তিনি লেখেন:
“বিশেষ দিন এবং সেইজন্য বিশেষ একটি শুরু। সবাই বলে, প্রতিটি শেষের পরে একটি নতুন শুরু থাকে। আমার আইপিএল ক্রিকেটারের সময় আজ সমাপ্ত হচ্ছে, কিন্তু বিভিন্ন লিগে খেলার মাধ্যমে খেলা অন্বেষণের সময় আজ থেকে শুরু হচ্ছে। আমি সেসব ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাতে চাই, যারা বছরের পর বছর আমাকে অসাধারণ স্মৃতি ও সম্পর্ক দিয়েছে এবং বিশেষভাবে আইপিএল ও বিসিসিআইয়ের প্রতি কৃতজ্ঞ। সামনে যা আছে, তা উপভোগ করতে ও সর্বোচ্চ কাজে লাগাতে আগ্রহী।”
শুধু অবসর নয়, নতুন পথচলার শুরু
বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, কোনো চুক্তিবদ্ধ ভারতীয় ক্রিকেটার আন্তর্জাতিক বা আইপিএল ক্যারিয়ার চালিয়ে যেতে থাকলে বিদেশি লিগে খেলতে পারেন না। এমনকি জাতীয় দল থেকে অবসর নিলেও, যদি আইপিএল চালিয়ে যেতে চান, তবুও বাইরের লিগে খেলার অনুমতি মেলে না।
এই বাধা কাটাতে এর আগে সুরেশ রায়না, যুবরাজ সিং, দীনেশ কার্তিকসহ অনেকেই আইপিএলকে বিদায় জানিয়ে বিশ্বজুড়ে বিভিন্ন লিগে নাম লিখিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো রাভিচন্দ্রন অশ্বিনের নামও।
এবার কি তবে বিপিএলে দেখা যাবে অশ্বিনকে?
আইপিএল থেকে সরে দাঁড়ানোর পর এখন প্রশ্ন একটাই—অশ্বিনের পরবর্তী গন্তব্য কোথায়? বিশ্বজুড়ে বিস্তৃত ফ্রাঞ্চাইজি লিগগুলোতে সুযোগের অভাব হবে না তার জন্য। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)
কারণ, নিজেই যেহেতু ঘোষণা দিয়েছেন নতুন লিগ খুঁজছেন, তাই বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিগুলোও যে আগ্রহী হবে, তা বলাই যায়। এর আগে বিপিএলে খেলেছেন স্মিথ, বাটলার, ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নারদের মতো তারকারা। এমন বাস্তবতায় সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান কিংবা মিরাজদের পাশে বা বিপক্ষে অশ্বিনকে দেখাও অস্বাভাবিক কিছু নয়
যদিও গত আসরে ছিলেন না সাকিব নিজেই, তবে নতুন মৌসুমের জন্য দলগুলো এখন থেকেই পরিকল্পনায় ব্যস্ত। আর অশ্বিনের মত অভিজ্ঞ একজন স্পিনার ও ব্যাটিং অলরাউন্ডারকে পেতে চাইবে যে কোনো দল
অশ্বিনের আগ্রহ, আর টাকার জোর—সম্ভাবনা কিন্তু বেশ উঁচু
বিপিএলে নিয়মিতই বড় নামগুলো আসতে শুরু করেছে। আর যদি ফ্র্যাঞ্চাইজি থেকে উপযুক্ত প্রস্তাব আসে, তাহলে অশ্বিনকে পাওয়া কোনো অলীক কল্পনা নয়। এখন শুধু দেখার বিষয়, কে আগে হাত বাড়ায়, এবং অশ্বিন কোন লিগ বা দলকে বেছে নেন তার দ্বিতীয় ইনিংস শুরু করতে