আগামী ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ। তবে তার আগে নিজেদের প্রস্তুত করতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে সিরিজ ভেস্তে যাওয়ার পর বিকল্প হিসেবে ডাচদের দাওয়াত দেয় বিসিবি।
সিরিজের প্রথম ম্যাচ হবে ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে, বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল নেদারল্যান্ডস
বাংলাদেশ সফরের জন্য ইতিমধ্যে দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। এবার প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন মাত্র ১৭ বছর বয়সী ব্যাটার সেড্রিক ডি ল্যাং। ঘরোয়া ক্রিকেটে ও যুব দলে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে জায়গা মিলেছে তার।
ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন,
“একজন তরুণ খেলোয়াড়কে দলে নেওয়া সবসময়ই আনন্দের। সেড্রিক পুরো মৌসুমে দুর্দান্ত খেলেছে এবং এই ডাক সে প্রাপ্য। আমরা তার কাছ থেকে অনেক কিছু আশা করছি।”
এছাড়া দীর্ঘদিন পর দলে ফিরেছেন পেসার সেবাস্টিয়ান ব্রাট এবং অলরাউন্ডার সিকান্দার জুলফিকার। অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের ফেরাকে ইতিবাচক হিসেবে দেখছেন অধিনায়ক এডওয়ার্ডস।
পরিসংখ্যান কী বলছে?
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের লড়াই বরাবরই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
- ওয়ানডেতে এখন পর্যন্ত বাংলাদেশের এক জয়ের বিপরীতে ডাচরা জিতেছে দুবার।
- সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশকে হারিয়েছে নেদারল্যান্ডস।
- তবে টি২০তে এগিয়ে আছে টাইগাররা—৫ ম্যাচে ৪ জয় বাংলাদেশের।
সিলেটে ব্যাটসম্যানদের জন্য বাড়তি সুবিধা
সিরিজের সবগুলো ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এখানকার উইকেটে ব্যাটসম্যানদের জন্য সুবিধা বেশি থাকায় রানের খেলা হওয়ার সম্ভাবনা প্রবল। তাই ব্যাটারদের পারফরম্যান্সই নির্ধারণ করতে পারে ম্যাচের ফল।
নেদারল্যান্ডস স্কোয়াড
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’দোদ, বিক্রমজিত সিং, অনিল নিদামানুরু, নোয়াহ ক্রস, সিকান্দার জুলফিকার, সেড্রিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভন মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গেল, সেবাস্টিয়ান ব্রাট।