নেদারল্যান্ডস সিরিজের জন্য টিকেটের দাম অর্ধেক, দর্শকদের জন্য সুখবর
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শুরুর আগে সুখবর দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক সিরিজের তুলনায় এবার তিন ম্যাচের সিরিজের টিকেটের দাম অর্ধেক করা হয়েছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী শনিবার শুরু হতে যাওয়া সিরিজে দর্শকরা সর্বনিম্ন ১৫০ টাকায় মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার এই তথ্য প্রকাশ করেছে বিসিবি।
তুলনামূলকভাবে দেখা যাক—মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গত মাসে পাকিস্তানের বিপক্ষে খেলা ম্যাচগুলোর টিকেটের সর্বনিম্ন মূল্য ছিল ৩০০ টাকা, আর সর্বোচ্চ দাম ৩,৫০০ টাকা। এবার টিকেটের দাম কমানো মানে আরও অনেক ভক্তরা কম খরচে খেলাটি মাঠে দেখতে পারবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের জন্য সব ক্যাটাগরির টিকেটের দাম কমিয়েছে। দর্শকরা এবার আরও কম খরচে মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন।
টিকেটের মূল্য
- গ্রিন হিল এরিয়া: সর্বনিম্ন ১৫০ টাকা
- শহীদ তুরাব স্ট্যান্ড (পূর্ব গ্যালারি): ১৫০ টাকা
- শহীদ আবু সাঈদ স্ট্যান্ড (উত্তর-পূর্ব গ্যালারি): ২৫০ টাকা
- ক্লাব হাউজ: ৫০০ টাকা
- গ্র্যান্ড স্ট্যান্ড: ২,০০০ টাকা
- ডিরেক্টরদের এনক্লোজার: ২,০০০ টাকা
টিকেট ক্রয়
এই সিরিজের সব টিকেট
অনলাইনে পাওয়া যাবে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বিসিবির
টিকেট বিক্রির ওয়েবসাইট gobcbticket.com.bd থেকে টিকেট কেনা যাবে।
ম্যাচ সূচি
- প্রথম ম্যাচ: ৩০ আগস্ট, সন্ধ্যা ৬টা
- দ্বিতীয় ম্যাচ: ১ সেপ্টেম্বর, সন্ধ্যা ৬টা
- তৃতীয় ম্যাচ: ৩ সেপ্টেম্বর, সন্ধ্যা ৬টা