খেলা

লাউতারোর নৈপুণ্যে দারুণ শুরু ইন্টার মিলানের, তরিনোকে উড়িয়ে দিল ৫-০ গোলে

Sports Reporter

Sports Reporter

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
লাউতারোর নৈপুণ্যে দারুণ শুরু ইন্টার মিলানের, তরিনোকে উড়িয়ে দিল ৫-০ গোলে

ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—এই প্রবাদবাক্যের এক দুর্দান্ত উদাহরণ হয়ে রইলেন লাউতারো মার্টিনেজ। সেরি-আ’র নতুন মৌসুমের প্রথম ম্যাচেই যেন আগুন ঝরালেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। করলেন একটি গোল, উপহার দিলেন এক অ্যাসিস্ট, পুরো ম্যাচজুড়ে ছড়ালেন ক্যারিশমা।
হতাশা ভুলে নতুন সূচনা
২০২৫-২৬ মৌসুমের দামামা বেজে উঠেছে ইউরোপের সব লিগেই, এবার শুরু হলো ইতালিয়ান সেরি-আ। দ্বিতীয় দিনেই মাঠে নামে গত আসরের রানার-আপ ইন্টার মিলান।
 গত মৌসুমে প্রায় পুরোটা সময় লিগ টেবিলের শীর্ষে থাকলেও শেষ মুহূর্তের ব্যর্থতায় শিরোপা হাতছাড়া করেছিল নেরাজ্জুরিরা। তাই নতুন মৌসুমে শুরু থেকেই ভুল শুধরে শক্ত বার্তা দিতে চেয়েছে লাউতারো মার্টিনেজের দল। তাদের লক্ষ্য এবার একটাই—সেরি-আ’র সিংহাসন পুনরুদ্ধার।
ম্যাচের চিত্র
ঘরের মাঠে তরিনোর বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ইন্টার। ম্যাচের ১৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন আলেসান্দ্রো বাস্তনি। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন মার্কুস থুরাম।
দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৫২ মিনিটে গোল করেন অধিনায়ক লাউতারো মার্টিনেজ। মৌসুমের প্রথম গোলটি আসে প্রতিপক্ষের এক ব্যাকপাসের ভুল থেকে। তরিনোর ডিফেন্ডারের উদ্দেশ্যপ্রণোদিত পাস গোলকিপারের কাছে যাওয়ার আগেই লাফিয়ে পড়ে বল কেটে নেন লাউতারো। গোলকিপার এগিয়ে আসার আগেই শুয়ে থেকে এক টাচে বল পাঠিয়ে দেন জালে। ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার।
অধিনায়কের উদারতা
লাউতারো শুধু গোলেই থামেননি, সতীর্থদের জন্যও তৈরি করেছেন সুযোগ। ম্যাচের ৭২ মিনিটে বক্সে বল পেয়ে চাইলে নিজেই শট নিতে পারতেন। কিন্তু অধিনায়ক হিসেবে দেখালেন উদারতা, পাস বাড়িয়ে দিলেন ২১ বছর বয়সী সতীর্থ বনিকে। তরুণ ফরোয়ার্ড দারুণ শটে বল জালে জড়িয়ে ব্যবধান করলেন ৫-০।
বড় জয়ে মৌসুম শুরু
শেষ পর্যন্ত ৫-০ গোলের বিশাল জয় নিয়ে মৌসুম শুরু করেছে ইন্টার মিলান। গোলের পাশাপাশি অ্যাসিস্ট দিয়ে নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন লাউতারো মার্টিনেজ। তার পারফরম্যান্সে স্পষ্ট—কেন তিনি দলের আর্মব্যান্ডের যোগ্য, আর কেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার।