লিওনেল মেসি আর ট্রফি যেন একই সূত্রে বাঁধা। ক্লাব কিংবা জাতীয় দল, ব্যক্তিগত পুরস্কার কিংবা দলীয় সাফল্য—ফুটবল ইতিহাসের প্রায় সব শিরোপার সাথেই জড়িয়ে আছে আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরের নাম। ক্যারিয়ারে সবচেয়ে বেশি ৪৬টি দলীয় শিরোপা জয় করে তিনি ইতোমধ্যেই ইতিহাসের পাতায় সবার উপরে। আর এবার তার চোখ আরও এক নতুন রেকর্ডের দিকে—৪৭তম ট্রফি।
ইন্টার মায়ামির রূপকথা
মায়ামিতে যোগদানের আগে এই ক্লাব কখনও শিরোপার স্বাদ পায়নি। প্রতিষ্ঠার পর থেকে সংগ্রাম করে আসা ইন্টার মায়ামি মেসিকে দলে টানার পর বদলে গেছে রাতারাতি। তার আগমনের পরই ক্লাবের সামনে খুলেছে সাফল্যের দরজা। ইতিমধ্যে তারা জিতেছে দুটি শিরোপা, আর এবার তাকিয়ে আছে তৃতীয়টির দিকে।
এখানেই মূল পার্থক্য মেসির সঙ্গে অন্যদের। বিশ্ব ফুটবলের তারকারা যেখানে ক্যারিয়ারের শেষভাগে ভালো দলের আশ্রয় খোঁজেন, সেখানে মেসি এসে দলকেই ভালো বানিয়ে তোলেন। তার উপস্থিতিই দলকে রূপ দেয় অদম্য শক্তিতে।
সেমিফাইনালের নাটকীয়তা
লিগস কাপের সেমিফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী অরলান্ডোর মুখোমুখি হয় ইন্টার মায়ামি। শেষ ৩ ম্যাচে যাদের কাছে ৭ গোল হজম করেছিল তারা, সেই অরলান্ডোর বিপক্ষে এবার লিখলেন নতুন ইতিহাস। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন মেসি। জোড়া গোল করে দলকে ফেরান ম্যাচে, অতিরিক্ত সময়ে আরও একটি গোল পেয়ে শেষ পর্যন্ত জয় পায় ইন্টার মায়ামি। ফলাফল—৩-১। আর তাতেই ফাইনালে জায়গা করে নেয় তারা।
আগামী ১ সেপ্টেম্বর মাঠে নামবে ইন্টার মায়ামি, মেসির সামনে থাকছে ব্যক্তিগত ৪৭তম শিরোপা জয়ের হাতছানি।
মেসির ট্রফি ক্যারিয়ার এক নজরে
- বার্সেলোনা – ৩৫টি
- আর্জেন্টিনা জাতীয় দল – ৬টি
- পিএসজি (প্যারিস সেন্ট জার্মেইন) – ৩টি
- ইন্টার মায়ামি – ২টি
👉 মোট = ৪৬টি ট্রফি