ক্রিকেট মানেই অনিশ্চয়তা, অঘটনের খেলা। মাঝে মধ্যেই এমন সব বিরল রেকর্ড গড়ে ওঠে, যা বিশ্বাস করাও কঠিন হয়ে যায়। এক ওভারে ছয় ছক্কা হাঁকানো যেমন ইতিহাসের অংশ, এবার সেই তালিকায় যোগ হলো নতুন এক বিস্ময়কর ঘটনা—এক বলে তিন ছক্কা!
ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) ঘটেছে এই অদ্ভুত কাণ্ড। যেখানে বর্তমানে খেলছেন বাংলাদেশের সাকিব আল হাসানও। সেন্ট লুসিয়া কিংসের হয়ে বল করতে নেমে এক বলে ২২ রান খরচ করেছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার ওশান থমাস। কীভাবে সম্ভব হলো?
ঘটনাটি ঘটে ড্যারেন স্যামি স্টেডিয়ামে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে। ইনিংসের ১৫তম ওভারে থমাসের করা এক বল থেকে রোমারিও শেফার্ড হাঁকান টানা তিনটি ছক্কা!
ওভারের প্রথম দুই বল ছিল স্বাভাবিক। শেফার্ড প্রথমে ডট খেলেন, পরের বলে চার। তৃতীয় বলেই শুরু হয় নাটকীয়তা। সেই বলটি আসলে ছিল ‘নো’। নিয়ম অনুযায়ী অতিরিক্ত রান তো মিললই, সঙ্গে এলো ফ্রি হিট। কিন্তু ফ্রি হিটের সেই বলও গেল ওয়াইড হয়ে—ফল আরও একটি রান ও আবারও ফ্রি হিট বহাল।
এরপর থমাস করেন আরেকটি নো বল, শেফার্ড সেটি কাজে লাগিয়ে মারেন বিশাল ছক্কা। একইভাবে পরের বলও নো বল, আবারও ছক্কা! যেহেতু নো বল হচ্ছিল, তাই ফ্রি হিট শেষ হচ্ছিল না। টানা তৃতীয় ফ্রি হিটেও শেফার্ড বল গ্যালারিতে পাঠান। অর্থাৎ এক বল থেকে তিনবার ব্যাট চালিয়ে মারেন তিনটি ছক্কা।
এই এক বলে আসে ২২ রান—তিন ছক্কায় ১৮, তিনটি নো বলে ৩, আর একটি ওয়াইডে ১। ওভারের শেষ বলে পাকিস্তানি ব্যাটসম্যান ইফতিখার আহমেদও থেমে থাকেননি, তিনিও মারেন ছক্কা। সব মিলিয়ে সেই ওভারে খরচ হয় ৩৩ রান।
মুহূর্তেই ক্রিকেটবিশ্বে আলোড়ন তোলে এই অবিশ্বাস্য ঘটনা। এক বল থেকে তিন ছক্কা—ক্রিকেট ইতিহাসে বিরলই নয়, বরং অনন্য এক কীর্তি হয়ে থাকবে সিপিএলের স্মরণীয় অধ্যায়ে।