সৌদি প্রো লিগের নতুন মৌসুম শুরুর এক সপ্তাহও হয়নি, এর মধ্যেই দুটি পেনাল্টি গোল করে ফেলেছেন রোনালদো। নিজেদের শেষ ম্যাচে, অর্থাৎ লিগের উদ্বোধনী ম্যাচেই আবারও স্পট কিক থেকে গোল পান পর্তুগিজ সুপারস্টার। ম্যাচের ৫৪ মিনিটে সুযোগ পেয়ে অভিজ্ঞতার পরিচয় দিয়ে সফলভাবেই জালে পাঠান বল। গোলের পর স্বভাবসুলভ ভঙ্গিতে উদযাপন করে মাতিয়ে তোলেন সমর্থকদের।
ফেলিক্সের হ্যাটট্রিক, তবু আলোচনায় রোনালদো
আল তাইয়ুনের বিপক্ষে আল নাসরের হয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেন রোনালদোর স্বদেশী জোয়াও ফেলিক্স। তবুও আলোচনার কেন্দ্রে ছিলেন রোনালদোই। কারণ, সৌদি আরব আসার পর থেকে পেনাল্টি যেন তার ভাগ্যের সঙ্গী হয়ে আছে। পরিসংখ্যানই বলে দিচ্ছে সব। এদিনও আল তাইয়ুনের সাথে পেনাল্টি হতে গোল করেন তিনি, তাতে দল জয় পায় ৫-০ গোলে।
এটি ছিল নতুন মৌসুমে তার দ্বিতীয় গোল, এবং দুইটিই এসেছে পেনাল্টি থেকে। ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২১০টি পেনাল্টি নিয়েছেন রোনালদো, যার মধ্যে গোল করেছেন ১৭৭ বার। রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, আল নাসর এবং জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ পেনাল্টি গোলের মালিকও তিনি।
হাজার গোলের পথে?
শিরোপা জেতানো না হলেও গোলের ধারায় কোনো কমতি রাখছেন না রোনালদো। যেভাবে সৌদিতে নিয়মিত পেনাল্টি পাচ্ছেন, তাতে শিগগিরই হয়তো ২০০ পেনাল্টি গোল স্পর্শ করে ফেলবেন তিনি। আর সব মিলিয়ে হাজার গোলের রেকর্ড? সেটিও যেন কেবল সময়ের অপেক্ষা।