খেলা

সিরিজ নিশ্চিতের লক্ষ্য নিয়ে মাঠে বাংলাদেশ, একাদশে আসতে পারে বড় পরিবর্তন

Sports Reporter

Sports Reporter

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
সিরিজ নিশ্চিতের লক্ষ্য নিয়ে মাঠে বাংলাদেশ, একাদশে আসতে পারে বড় পরিবর্তন
পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ হারের পর কেটে গেছে এক মাসের বেশি। দীর্ঘ সেই অপেক্ষার পর প্রতিপক্ষ হিসেবে এবার ইউরোপের দল নেদারল্যান্ডসকে পেয়েছে বাংলাদেশ। আর প্রতিপক্ষ বদলাতেই যেন বদলে গেল লিটন দাসদের পারফরম্যান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়ে ৮ উইকেটের এক দারুণ জয় তুলে নিয়েছে টাইগাররা।
প্রথম ম্যাচে অধিনায়ক লিটন দাস সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে। ব্যাট হাতে খেলেছেন দুর্দান্ত এক ফিফটি, পাশাপাশি অধিনায়ক হিসেবেও নিয়েছেন একের পর এক অসাধারণ সিদ্ধান্ত। ফলে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ।
এই জয় শুধু আত্মবিশ্বাসই জোগায়নি, একইসঙ্গে দলীয় সমন্বয় ও ছন্দ ফিরে পাওয়ারও ইঙ্গিত দিয়েছে। বিশেষ করে কিছু খেলোয়াড় পরিবর্তন যে কাজে দিয়েছে, তা বোঝা গেছে প্রথম ম্যাচেই। এবার অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ নিশ্চিত করা। এশিয়া কাপকে সামনে রেখে আত্মবিশ্বাস আরও দৃঢ় করতেই এমন জয় চাইছে লিটনরা। তাই দ্বিতীয় ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিতে মরিয়া টাইগাররা।
আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই আবার মুখোমুখি হবে দুই দল। সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। তবে এই ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ? আসবে কি পরিবর্তন?
ওপেনিংয়ে আস্থার ভোট ইমন-তানজিদকে
ওপেনিং পজিশনে পরিবর্তনের কোনো সুযোগ আপাতত নেই। বিশেষ করে পারভেজ ইমন ও তানজিদ তামিমকে নিয়েই ভাবছে টিম ম্যানেজমেন্ট। দুজনেই তরুণ, তাই তাদের ওপর আস্থা রাখতেই চাইছে দল। ওপেনিংয়ে তাই থাকছেন এই জুটি।
 অন্যদিকে লিটন ও সাইফ হাসান খেলছেন যথাক্রমে ৩ ও ৪ নাম্বার পজিশনে। প্রথম ম্যাচে দুজনই শেষ দিকে দারুণ ফিনিশিং দেন। তাই টপ অর্ডারে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
সোহান ফিরবেন কবে?
এখন সবচেয়ে বড় প্রশ্ন নুরুল হাসান সোহানকে ঘিরে। অনেক আলোচনা-সমালোচনার পর তিনি ফিরেছেন দলে। তবে দ্বিতীয় ম্যাচেই কি ফিরবেন সোহান, নাকি তৃতীয় ম্যাচে? সেটাই এখন দেখার বিষয়। যদি দ্বিতীয় ম্যাচেই তাকে সুযোগ দেওয়া হয়, তবে জায়গা হারাতে পারেন জাকের আলী অনিক।
মধ্য ও নিচের সারি
মধ্যের সারিতে থাকছেন তাওহীদ হৃদয়। তার বিকল্প এখন নেই, তাই বিশ্রামের সম্ভাবনাও নেই। বোলিং অলরাউন্ডার হিসেবে শেখ মাহেদি ও রিশাদ হোসেনও থাকছেন দলে।
ফাস্ট বোলারদের ঘিরে পরিবর্তন নিশ্চিত
সবচেয়ে বেশি পরিবর্তনের সম্ভাবনা ফাস্ট বোলারদের ঘিরে। তিনজন ফাস্টারের মধ্যে তাসকিন আহমেদ তো ম্যাচসেরা—তিনি খেলবেনই। তবে বাকি দুইজনকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানকে বসিয়ে সুযোগ দেওয়া হতে পারে মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিবকে।
সব কিছু ঠিক থাকলে দ্বিতীয় ম্যাচে এমনই একাদশ দেখা যেতে পারে সিলেটের মাঠে। আর জিতলেই সিরিজ নিশ্চিত করবে লিটন বাহিনী।