খেলা

ইয়ামালের পেনাল্টি গোল, বার্সেলোনা বাঁচল; রেফারি ও ভিএআর নিয়ে বিতর্ক তুঙ্গে

Sports Reporter

Sports Reporter

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
ইয়ামালের পেনাল্টি গোল, বার্সেলোনা বাঁচল; রেফারি ও ভিএআর নিয়ে বিতর্ক তুঙ্গে

লালিগার ৩য় রাউন্ডে বার্সেলোনা মুখোমুখি হয়েছে রায়ো ভায়েকানোর। ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে, তবে পুরো ম্যাচ জুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রেফারি এবং ভিএআর। আগের ম্যাচে রিয়াল মাদ্রিদের ৩টি গোল বাতিল হওয়ার পর বার্সেলোনা সমর্থকদের মধ্যে পুনরায় অভিযোগের ঝড় ওঠার সুযোগ তৈরি হয়েছিল।
৩৭তম মিনিটে আসে গুরুত্বপূর্ণ মুহূর্ত। ডান প্রান্ত দিয়ে ভায়েকানোর বক্সে ঢুকে পড়েন ইয়ামাল। তাকে থামানোর চেষ্টায় এগিয়ে আসেন ডিফেন্ডার পেপে চাভারিয়া। যদিও তার স্পর্শ কতটা লেগেছিল ইয়ামালের পায়ে, তা নিয়ে সংশয় তৈরি হয়, কিন্তু রেফারি সিদ্ধান্ত দেন—পেনাল্টি বার্সেলোনার। ভায়েকানোর খেলোয়াড়রা বিষয়টি মানতে পারেনি, তবে মাঠে ভিএআর ঠিকমত কাজ না করায় চেকের সুযোগ ছিল না।
স্পট কিক থেকে ইয়ামাল গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন। সেই সঙ্গে উঠে যান লা লিগার ইতিহাসে এক অনন্য রেকর্ডে। মাত্র ১৮ বছর ৪৯ দিন বয়সে স্পট কিক থেকে গোল করে স্প্যানিশ শীর্ষ লিগে চলতি শতাব্দীতে সবচেয়ে কম বয়সে পেনাল্টি থেকে গোল করা কৃতিত্ব তাঁর দখলে চলে আসে।
খেলার অন্য অংশেও অবাক করা ঘটনা ঘটেছে। দুটি গোল বাতিলসহ নানান বিতর্কে ম্যাচ শেষ হয় সমতার সঙ্গে। মাঠের অবস্থা প্রথম শ্রেণীর লিগের জন্য উপযুক্ত ছিল না এবং কিছু সময় ভিএআরও সঠিকভাবে কাজ করেনি। তবে সব মিলিয়ে বার্সেলোনাকে বাঁচিয়েছেন গোলকিপার জোয়ান গার্সিয়া। ২৪ বছর বয়সী এই গোলকিপার পাঁচটি গুরুত্বপূর্ণ সেভ করেন এবং ম্যাচসেরার পুরস্কার জিতে নেন।
ফাইনাল স্কোর ১-১, কিন্তু মাঠে ঘটেছে পুরো ম্যাচ জুড়ে বিতর্কিত ও উত্তেজনাপূর্ণ ঘটনা। রেফারি, ভিএআর এবং ইয়ামালের রেকর্ড-গোল—সবই খেলা শেষ হওয়ার পরেও আলোচনা চালিয়ে যাচ্ছে ফুটবলপ্রেমীদের মধ্যে।