ফ্রেঞ্চ লিগে এই সপ্তাহে ফুটবলপ্রেমীদের জন্য হয়েছে একের পর এক রোমাঞ্চকর ঘটনা। বিশ্ব ফুটবলের ইতিহাসে ব্রাজিল–জার্মানির ঐতিহাসিক ৭-১ গোলের স্মৃতি যেন ফিরেছে লিগে। লরিয়েন্টের বিপক্ষে লিল ৭-১ গোলে জয় লাভ করে, যা মনে করিয়ে দেয় ২০১৪ সালের সেই ম্যাচের কথা।
একই সময়ে পিএসজির ম্যাচও দর্শকদের রোমাঞ্চে ভরিয়ে দিয়েছে। মাত্র ২০ বছর বয়সী পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেস ছিলেন ম্যাচের নায়ক। তিনি কেবল হ্যাট-ট্রিকই করেননি, মাত্র ৭ মিনিটের ব্যবধানে দুটি বাইসাইকেল কিক থেকে গোল শেয়ার করেছেন। ম্যাচের ৭ মিনিটে ডেম্বেলের শট ধরে দুই টাচে বুকে নিয়ে গোল করেন নেভেস। ১৪ মিনিটে প্রতিপক্ষের কাছ থেকে আবার বল পেয়ে বুকে রিসিভ করে দ্বিতীয় বাইসাইকেল গোলের দেখা দেন।
ম্যাচের স্কোরলাইনও ছিল রোমাঞ্চকর—শেষ পর্যন্ত পিএসজি ৬-৩ গোলে জয় লাভ করে, যেখানে ৯টি গোলের থ্রিলার দর্শকদের চোখ কপালে তুলে দেয়। ম্যাচের উত্তেজনা, নাটকীয়তা ও গোলের বন্যা দেখিয়ে দিয়েছে, ফ্রেঞ্চ লিগের ফুটবলও প্রিমিয়ার লিগের চেয়ে কম রোমাঞ্চকর নয়।
লরিয়েন্টের বিপক্ষে লিলের ৭-১ জয়ও একই রকম চমক দেখিয়েছে। প্রথমার্ধে গোলশূন্য ড্র থাকা ম্যাচে ইগামানে ও ফার্নান্দেজ পারদোর জোরে ৭টি গোল তুলে নেয় লিল। তাছাড়া প্রতিপক্ষের একটি শোধ গোল থাকায় চূড়ান্ত ফলাফল দাঁড়ায় ৭-১। এমন ম্যাচগুলো ফুটবলপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে।