খেলা

নুরুল হাসান সোহান যেনো অভাবী সংসারের সেই সৎ ছেলের মতো।

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
নুরুল হাসান সোহান যেনো অভাবী সংসারের সেই সৎ ছেলের মতো।

 যতই রাখুক অবদান, যতই করুক পরিশ্রম, তবুও যেনো কোথাও না কোথাও কোনো না কোনোভাবে পরিবারের চোখ এড়িয়ে যায়।


কোনো না কোনোভাবে যেনো থেকে যায় উপেক্ষিত।


একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ৭ ম্যাচের ৫ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে প্রায় ৯৫ স্ট্রাইকরেটে তুলেছেন ১৬৫ রান। যেখানে চোখ কপালে ওঠার মতো তার ব্যাটিং গড়। ৮২.৫০ গড়ে এই রান তুলেও কিভাবে আর কেন দল থেকে বাদ পড়েন সে কারণ যেনো আজও অজানা।


ঘরোয়া লিগগুলোতে নিয়মিত পারফর্ম করেন, ফিট থাকেন তবুও থেকে যান উপেক্ষিত।
 তাহলে দল নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠা কি স্বাভাবিক নয়?


নাকি বিসিবি নিজেই ভরসা করছে না তাদের ঘরোয়া লিগের মানকে?


সোহানের ভাণ্ডারে রয়েছে দারুণ কিছু শট, পাওয়ার হিটিং, ম্যাচ বুঝে খেলার দক্ষতা, সাথে অসাধারণ নেতৃত্বগুণ। গ্লোবাল সুপারলিগের গেলো আসরে বিশ্ব মঞ্চে পারফর্ম করে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সদের এনে দিয়েছেন শিরোপা। ভিক্টোরিয়ানদের হারিয়ে সে শিরোপা জয় যেনো গোটা দেশের জন্যই গৌরবের। এবারের রাইডার্সরা এগিয়ে যাচ্ছে সেদিকেই।


দলগত পারফরম্যান্সের বাইরে আলাদা ভাবে নজর কাড়তে বাধ্য সোহানের ব্যক্তিগত পারফরম্যান্স।
 অসাধারণ নেতৃত্বগুণে এখন পর্যন্ত আসরের সবগুলো ম্যাচেই জয় পেয়েছে সৌম্য সরকাররা।


রাইডার্সদের প্রথম ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সদের বিপক্ষে ৮ রানের জয় পায় সৌম্য-খালেদরা।


ম্যাচে ১০ বলে ১৮ রানের অসাধারণ এক ক্যামিও ইনিংস খেলেন রাইডার্স ক্যাপ্টেন। সেই সাথে অসাধারণ নেতৃত্ব, সতীর্থ খালেদের কাছ থেকে সেরাটা বের করে নেয়া, খালেদকে উদ্দেশ্য করে “এই বলেই ওর উইকেট নিবি, তুই বল কর” বলে ভরসা দেয়া এবং সেই বলেই উইকেটের পতন ঘটানো যেনো ক্রিকেটের সৌন্দর্য।


নিজেদের দ্বিতীয় ম্যাচে যেনো ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের খুরধার মস্তিষ্কগুণেই জয় পায় রংপুর। শেষ ওভারের নাটকীয়তায় শেষ পর্যন্ত ১ রানের জয় পায় দলটি। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতাই তো এই উইকেটকিপার ব্যাটারকে অন্যদের চেয়ে আলাদা করে।


নিজেদের তৃতীয় ম্যাচে সাকিবদের বিপক্ষেও ৮ রানের জয় পায় বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজিটি। এইদিন ব্যাট হাতে ফিনিশিংয়ে ঝড় তোলেন ক্যাপ্টেন, ১৮ বলে ৩ চার ও দুই ছক্কায় খেলেন ৩৪ রানের এক ঝলমলে অপরাজিত ইনিংস। অসাধারণ নেতৃত্বের সাথে সাকিব আল হাসানকে করেন অসাধারণ এক স্ট্যাম্পিং।


যেনো নেতৃত্বে, পারফরম্যান্সে অনন্য এই উইকেটকিপার ব্যাটার সবকিছু করেও উপেক্ষিত। আর কি করলে নির্বাচকদের নজরে আসবেন, যেনো নিজেও জানেন না তিনি।
 তবে আপাতত আরো একবার গ্লোবাল সুপারলিগ শিরোপা নিয়ে ঘরে ফিরতে চান তিনি।