খেলা

ভারতকে বাঁচিয়ে দিল ক্যারিবিয়ানরা

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
ভারতকে বাঁচিয়ে দিল ক্যারিবিয়ানরা

যেন সর্বোচ্চ চেষ্টা করেও বিশ্ব রেকর্ড নিজেদের করতে পারলেন না ক্যারিবিয়ানরা। ভারতীয়দের ৩৬ রানে অলআউট হওয়া সেই লজ্জা যেন আরও কম রানে আউট হয়ে নিজেদের করে নেওয়ার চেষ্টায় তারা ছিল মরিয়া। এক ইনিংসে সাত ব্যাটারের শূন্য রানে ফেরা—টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বনিম্ন রানের রেকর্ড নিজেদের করে নিতে দরকার ছিল মাত্র একটি রান কম করার। কিন্তু দশ উইকেটের বিনিময়ে ক্যারিবিয়ানদের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ২৭ রানে।


এদিকে ভারতের জন্য যেন একপ্রকার ঢাল হয়েই দাঁড়ালো রস্টন চেইসের দল। বাঁচালো সাইবার বুলিং থেকে।


ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের উত্তেজনা যেন ক্রিকেটের মহত্বকে বাড়িয়ে দেয়। কোনো কোনো জায়গায় গিয়ে সেটা আবার বিপরীত দিকে অবস্থান নেয়। ভারতীয়দের স্লেজিং, কখনো কখনো বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলাহ ইবনে সৈকতের সাথে বাকবিতণ্ডা—সবকিছু ছাপিয়ে যেন ম্যাচের ফলাফলের দিকেই নজর ছিল সবার।


প্রথম ইনিংসের লড়াইয়ে যেন দুই দলই সমানে সমান। যেন চোখে চোখ রেখে প্রতিপক্ষের সাথে লড়ে যাওয়ার বাস্তব উদাহরণ। ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারতও তোলে ৩৮৭ রান। মানে একেবারে সমানে সমান।


নিজেদের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড তোলে ১৯২ রান। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয়দের নাজেহাল অবস্থা। অনিশ্চয়তার খেলায় কখনো কখনো মনে হচ্ছিল হেসে খেলে জিতে যেতে পারে টিম ইন্ডিয়া। কিন্তু পরক্ষণে গিয়ে দেখা যায় ২২ রানে পরাজয় বরণ করে নিতে হয় ভারতীয়দের। সোয়েব বসিরের একটি বল প্রথমে ব্যাটে লেগে তারপর দুই পায়ের মাঝখান দিয়ে গিয়ে স্ট্যাম্পে আঘাত করে মোহাম্মদ সিরাজের। জয়ের উল্লাসে ফেটে পড়ে ব্রিটিশরা।


পাঁচ ম্যাচের সিরিজে এখন পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে রইলেন স্বাগতিকরা।


অন্যদিকে, উইন্ডিজদের বিপক্ষে যেন তেলে বেগুনে জ্বলে উঠেছেন মিচেল স্টার্ক।
 ইতিহাসের সবচেয়ে কম বলে ফাইফার তুলে নেওয়ার রেকর্ডসহ যেন নিজের শততম টেস্ট ম্যাচ দারুণভাবে রাঙালেন এই বিধ্বংসী বোলার। শেষমেষ ৯ রানের বিনিময়ে তুলে নেন ৬টি উইকেট। আর এর মধ্য দিয়ে ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় স্কোর করার লজ্জায় ডুবতে হয় উইন্ডিজদের।


তবে উইন্ডিজ যেন ভারতকে এ যাত্রায় বাঁচিয়ে দিলেন। টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের পরাজয়ের সাথে সাথে পুরোনো সেই ৩৬ রানের দুঃসহ স্মৃতির ঠিক আগে যেন ঢাল হয়ে দাঁড়ালেন ক্যারিবিয়ানরা। সুযোগে বলা চলে একপ্রকার বেঁচেই গেলেন শুভমান গিলের দলটা।


তবে আধুনিক ক্রিকেটে যে টেস্ট ক্রিকেটই সবচেয়ে দাপুটে ফরম্যাট, তা তো আর বলার অপেক্ষা রাখে না।