লর্ডস টেস্টে রোমাঞ্চকর জয় পেলেও স্বস্তিতে থাকতে পারছে না ইংল্যান্ড দল। ভারতের বিপক্ষে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ২২ রানে জয় পাওয়ার পরই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে কঠোর শাস্তির মুখে পড়েছে স্বাগতিকরা।
আইসিসির নিয়ম অনুযায়ী ধীরগতির ওভার রেটের কারণে ইংল্যান্ডের দুটি পয়েন্ট কাটা হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকে। শুধু পয়েন্টই নয়, দলটির অধিনায়ক বেন স্টোকসসহ সব খেলোয়াড়কে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানায়।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ ধারায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি ওভার শেষ না করলে প্রতি ওভারের জন্য একটি করে পয়েন্ট কাটা হবে এবং ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা আরোপ করা হবে। লর্ডস টেস্টে এই নিয়ম ভাঙার দায়ে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন শাস্তির সিদ্ধান্ত দেন। বেন স্টোকস দোষ স্বীকার করায় বাড়তি শুনানির প্রয়োজন হয়নি।
এই পয়েন্ট কাটা ও জরিমানার প্রভাব পড়েছে চলমান ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে। তিনটি ম্যাচ খেলে ইংল্যান্ডের পয়েন্ট এখন ২২, সাফল্যের হার ৬১.১১ শতাংশ—যা তাদের তৃতীয় স্থানে রেখেছে। শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, তিন ম্যাচে পূর্ণ ৩৬ পয়েন্ট ও শতভাগ জয়ে। দ্বিতীয় স্থানে আছে শ্রীলঙ্কা, যাদের সাফল্যের হার ৬৬.৬৭ শতাংশ। সম্প্রতি বাংলাদেশকে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা।
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড বর্তমানে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজের চতুর্থ টেস্ট শুরু হবে ২৩ জুলাই, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে। পঞ্চম ও শেষ ম্যাচটি শুরু হবে ৩১ জুলাই, লন্ডনের দ্য ওভালে।
এদিকে, লর্ডস টেস্টের পর আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের তরুণ স্পিনার শোয়েব বশির। তাঁর বদলে শেষ দুই টেস্টের দলে ডাক পেয়েছেন লিয়াম ডসন।