খেলা

তামিম ইকবালের মহত্বে নাবিল ফিরলেন নতুন রূপে

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
 তামিম ইকবালের মহত্বে নাবিল ফিরলেন নতুন রূপে

যুব বিশ্বকাপ জয়ী নাবিলের কথা মনে আছে? হ্যাঁ, শ্বাসকষ্টে যে কিনা তার জ্বলজ্বল করে জ্বলতে থাকা ক্রিকেট ক্যারিয়ারকে বিসর্জন দিয়েছেন। ছিল অপার সম্ভাবনা, চাইলেই লুকাতে পারতেন রোগের কথা। চালিয়ে যেতে পারতেন ক্রিকেট। কিন্তু সে যে অন্যদের মতো নয়। দেশের সাথে কোনোভাবেই সে চিট করতে চায়নি।


তিনি বলেছিলেন, “চাইলে আমি রোগের কথা লুকিয়ে ক্রিকেট চালিয়ে যেতে পারতাম। তাতে দেশের সাথে বেঈমানি করা হতো। যে দেশ আমাকে থাকতে দেয়, ভরণপোষণ, এত এত সুযোগ-সুবিধা দেয়, সে দেশের সাথে প্রতারণা করতে পারব না আমি।”


প্রতারণা করেননি তিনি। নিজের নিয়তি মেনে নিয়ে সব ধরনের ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। তুলে রেখেছেন শখের ঐ ব্যাট-প্যাড কিংবা বুটজোড়া।


তাকে জিজ্ঞেস করা হয়েছিল ক্রিকেট ছেড়ে দূরে কিভাবে থাকবে সে?


ছলছল চোখে বলেছিল, “একটা উপায় আমি খুঁজে পেয়েছি, সেটা হলো কখনো ক্রিকেট না দেখা, ক্রিকেটের কোনো খোঁজ না রাখা।” ভাবুন তো, যে খেলাটা জীবন-মরণ, সে ক্রিকেটের খোঁজও না রেখে নাবিল থাকতে পারতেন তো?


নাবিল ক্রিকেট ছাড়লেও ক্রিকেট নাবিলকে ছাড়েনি। পুরনো মানুষ যেন নতুন রূপে ফিরে এসেছে ক্রীড়াঙ্গনে।


স্বাস্থ্যগত কারণে ক্রিকেট ছাড়লেও ২০২০ যুব বিশ্বকাপজয়ী নওরোজ নাবিল ফিরেছেন নতুন পরিচয়ে। তামিম ইকবালের প্রস্তাবে সাড়া দিয়ে এখন তিনি সিএ ক্রিকেট ব্যাট কোম্পানির বাংলাদেশের হেড অফ অপারেশন।


কেউ যখন খোঁজ রাখেনি ক্রিকেটপাড়ার, কেউ যখন দেননি আশ্রয় কিংবা প্রশ্রয়, তখনই খান সাহেবের ডাক আসে—“নাবিল, থেকে যাও ক্রিকেটের পাশে।”


সিএ ক্রিকেট ব্যাট কোম্পানির বাংলাদেশের হেড অফ অপারেশন—কি দারুণ এক সুযোগ! যে স্বপ্নের ক্রিকেট ব্যাট তুলে রেখেছিলেন নিয়তির সাথে বড্ড অভিমানে, সেই ব্যাট এখন পৌঁছে দেবেন স্বপ্নবাজ ক্রিকেটারদের হাতে। জাতীয় দলের প্লেয়ার থেকে শুরু করে তরুণ, যেন নাবিলের হাতের ব্যাট নিয়ে ক্রিকেট বিশ্ব শাসন করা মানুষটার মধ্যে নিজেকে উপলব্ধি করতে পারবেন নিজেকেই।


অস্ট্রেলিয়া না গিয়ে রোল মডেলের ডাকে সাড়া—নাবিলের এই পথচলা অনুপ্রেরণার গল্পই বলে।
 জীবন মানে হেরে যাওয়া নয়, হারিয়ে যাওয়া নয়। জীবন মানে ফিরে আশা, নতুন করে। ফিরে আশা, অনুপ্রেরণা হয়ে।