খেলা

ক্লাব বিশ্বকাপ জিতে আর্জেন্টিনাকে ছাড়িয়ে গেছে চেলসি ও রিয়াল মাদ্রিদ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
ক্লাব বিশ্বকাপ জিতে আর্জেন্টিনাকে ছাড়িয়ে গেছে চেলসি ও রিয়াল মাদ্রিদ
নতুন সংস্করণের ক্লাব বিশ্বকাপের এবারের আসরটি ছিল একেবারেই ব্যতিক্রমী—উত্তেজনা, নাটকীয়তা আর বিশাল অঙ্কের অর্থ পুরস্কারে ভরপুর এক মহাযজ্ঞ। শেষ পর্যন্ত বাজিমাত করেছে ইংলিশ ক্লাব চেলসি, যারা ফাইনালে টুর্নামেন্টের হট ফেবারিট পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে শুধু ট্রফিই জেতেনি, আয় করেছে রেকর্ড পরিমাণ অর্থ—যা পিছনে ফেলেছে এমনকি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও।

চেলসির জয়টা কেবল মাঠে নয়, বড় জয়টা এসেছে মাঠের বাইরেও—আর্থিক দিক দিয়ে। তারা মোট আয় করেছে: ১১ কোটি ৩০ লাখ ডলার।  বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৩৩৭ কোটি টাকা!
অথচ ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা পেয়েছিল: ৪ কোটি ২০ লাখ ডলার। বর্তমান বাজারে বাংলাদেশি টাকায় ৫১০ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ চেলসির আয় ছিল আর্জেন্টিনার থেকে দুই গুণেরও বেশি।

 এই বিপুল অর্থ এলো কোথা থেকে? চলুন সেটা দেখে নেয়া যাক- 

 অংশগ্রহণ ফি:
২ কোটি ৮৩ লাখ ডলার → প্রায় ৩৪৪ কোটি টাকা

 পারফরম্যান্স বোনাস:
৮ কোটি ৪৬ লাখ ডলার → প্রায় ১,০২৭ কোটি টাকা

 ফাইনাল জয়ের পুরস্কার:
৪ কোটি ডলার → প্রায় ৪৮৬ কোটি ২৯ লাখ টাকা

 সব মিলিয়ে ক্লাব বিশ্বকাপে পুরস্কারের জন্য বরাদ্দ ছিল প্রায় ১ বিলিয়ন ডলার – যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার কোটি টাকা।

 আর্জেন্টিনাকে ছাড়িয়ে গেল যারা
শুধু চেলসিই নয়, আর্থিক দিক থেকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ছাড়িয়ে গেছে আরও কয়েকটি ক্লাব:
দল
মোট আয় (ডলার)
বাংলাদেশি টাকায় (প্রায়)
পিএসজি
১০ কোটি ৫৮ লাখ
১,২৮৬ কোটি টাকা
রিয়াল মাদ্রিদ
৮ কোটি ৯৭ লাখ
১,০৯১ কোটি টাকা
 ফ্লুমিনেন্স
৬ কোটি ৮০ লাখ
৮২৭ কোটি টাকা
আর্জেন্টিনা (২০২২ বিশ্বকাপ)
৪ কোটি ২০ লাখ
৫১০ কোটি ৬০ লাখ টাকা