টানা জয়ের উড়ান থেমে গেল হঠাৎ করেই। লিওনেল মেসির জাদুতে ভর করে একের পর এক জয় তুলে নেওয়া ইন্টার মায়ামি এবার মুখ থুবড়ে পড়ল সিনসিনাটির বিপক্ষে। ম্যাচে মেসির প্রতিপক্ষ হয়ে নেমে ব্রাজিলিয়ান ফুটবলার এভান্দের ফেরেইরা করলেন দুই গোল, আর তাতেই ৩-০ গোলে বিধ্বস্ত হলো মায়ামি।
খেলা শুরুর আগে মেসিকে ঘিরেই আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু শেষ বাঁশি বাজার সময় আলোচনার কেন্দ্রজুড়ে ছিলেন আরেক ‘নাম্বার ১০’—সিনসিনাটির এভান্দের ফেরেইরা। দ্বিতীয়ার্ধে করা তার দুইটি গোল বদলে দেয় ম্যাচের পুরো দৃশ্যপট। যেন মেসিকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রমাণ করলেন, জার্সির পেছনের নাম নয়, কাজ দিয়ে কথা বলতে হয়।
মেসিহীন মায়ামি যেন ছায়া দল
ম্যাচে শুরু থেকেই একরকম দিশেহারা দেখা গেছে মেসির দল ইন্টার মায়ামিকে। মেসির অনুপস্থিতি যেন দলটির শক্তি কেড়ে নেয় পুরোপুরি। আক্রমণে ধার নেই, মাঝমাঠে নিয়ন্ত্রণ নেই, রক্ষণেও ভুলের ছড়াছড়ি।
প্রথমার্ধেই গোল হজম করে তারা—১৬ মিনিটে ভ্যালেনজুয়েলার দুর্দান্ত শটে এগিয়ে যায় সিনসিনাটি। দ্বিতীয়ার্ধে ফেরেইরার জোড়া গোলে ম্যাচ শেষ হয়ে যায় ৩-০ ব্যবধানে।
শুধু মেসি নয়, প্রয়োজন একটি দল
এই পরাজয়ে আরও একবার স্পষ্ট হলো—ইন্টার মায়ামি এখনও পুরোপুরি মেসি-নির্ভর। দলের জয়ের চাবিকাঠি যেন একমাত্র আর্জেন্টাইন মহাতারকাই। অথচ ফুটবল একক নয়, দলীয় খেলা। সঠিক ভারসাম্য ছাড়া শীর্ষে থাকা সম্ভব নয়।
সিনসিনাটি ৩ - ০ ইন্টার মায়ামি
গোলদাতারা:
ভ্যালেনজুয়েলা (১৬’)
এভান্দের ফেরেইরা (৫০’, ৭০’)
ম্যান অব দ্য ম্যাচ: এভান্দের ফেরেইরা