খেলা

নেইমারের রাজকীয় প্রত্যাবর্তন, শেষ মুহূর্তের গোলে জয় সান্তোসের!

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
নেইমারের রাজকীয় প্রত্যাবর্তন, শেষ মুহূর্তের গোলে জয় সান্তোসের!
 "ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট" — নেইমার আবারও প্রমাণ করলেন এই কথার সত্যতা।
দীর্ঘ ইঞ্জুরির পর প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরেই বাজিমাত করলেন নেইমার। সান্তোসের হয়ে মাঠে নামলেন ব্রাজিলিয়ান সেরিএ’র হেভিওয়েট ফ্লামেংগোর বিপক্ষে, ম্যাচের একমাত্র গোল করে এনে দিলেন ৩ পয়েন্ট। ৮৪ মিনিটে তার গোলেই ১-০ ব্যবধানে জয় পায় সান্তোস।

পুরো ম্যাচে আধিপত্য ছিল ফ্লামেংগোর। প্রথমার্ধে ৭৩% ও দ্বিতীয়ার্ধে ৭৫% বল দখল করে খেলেও গোলের দেখা পায়নি তারা। সান্তোস গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও ঠেকিয়ে দেন ৫টি নিশ্চিত শট। অন্যদিকে, নেইমার একের পর এক আক্রমণ তৈরি করে বুঝিয়ে দেন তিনি এখনো বিশ্বমানের।
শেষদিকে পোস্টের দিক থেকে আসা একটি বল নিয়ন্ত্রণে নিয়ে ডিফেন্ডারদের কাটিয়ে দারুণ এক গোল করেন নেইমার। তার এই একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় সান্তোসের। নেইমারের মাঠে ফেরা শুধু রোমাঞ্চ নয়, সান্তোসের ভরসাও।

ম্যাচের ৮৪ মিনিটে পোস্টের বা দিক হতে আসে বল, সেখানে একজনকে বোকা বানিয়ে চলে যাচ্ছিলেন তিনি, এরপর সামনে আসেন আরেকজন। তখন তাকেও কাটিয়ে ফেলেন নেইমার। তার জোরালো শট কিপারের হাতে লাগলেও আটকে থাকেনি, বল জড়িয়ে যায় জালে। এই গোল গড়ে দেয় পার্থক্য, ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সান্তোস। তাতে দারুণ গোল করে নেইমার এদিন বনে যান হিরো! 

দুর্ভাগা ইনজুরি পেছনে ফেলে, এবার কি তবে আবার উড়বেন নেইমার? সময়ই দেবে উত্তর, তবে শুরুটা ছিল এক কথায় রাজকীয়! এবার লক্ষ্য থাকবে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করা।