বার্সেলোনার উদীয়মান তারকা ফেরমিন লোপেজ ইনজুরির কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন। ক্লাবের মেডিকেল টিম নিশ্চিত করেছে যে, তার বা উরুর পেশিতে আঘাতের কারণে তাকে এতদিন বিশ্রামে থাকতে হবে।
স্পেন অনূর্ধ্ব-২১ দলের কোচ স্যান্তি দেনিয়া তাকে স্কটল্যান্ড ও হাঙ্গেরির বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ম্যাচের জন্য ডেকেছিলেন। তবে প্রথম অনুশীলনেই আঘাত পেয়ে ফেরমিন ক্যাম্প ছাড়তে বাধ্য হন। বার্সেলোনায় ফিরে পরীক্ষা করে জানা যায় যে, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
এ সময়ে ফেরমিন বার্সেলোনার চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করবেন, যার মধ্যে রয়েছে লা লিগার জিরোনা, ভিয়ারিয়াল, গেতাফের বিপক্ষে এবং চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিপক্ষে ম্যাচ। তার পরিবর্তে স্পেনের স্কোয়াডে ডাকা হয়েছে পাবলো তোরেকে।