খেলা

না ফেরার দেশে হকির ওস্তাদ ফজলু

উপ-সম্পাদক

উপ-সম্পাদক

বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
না ফেরার দেশে হকির ওস্তাদ ফজলু
বাংলাদেশের হকি অঙ্গনের অতি পরিচিত ব্যক্তিত্ব ফজলুল ইসলাম, যিনি "ওস্তাদ ফজলু" নামে পরিচিত, বুধবার (৪ আগস্ট) সকালে ৫৭ বছর বয়সে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফজলুল ইসলাম ১৯৮৪ সালে মালয়েশিয়ায় জুনিয়র বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় একটি অনুশীলনে চোখে আঘাত পান, যার ফলে তার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যায়। এই কারণে তিনি জাতীয় দলে খেলার সুযোগ পাননি। তবে ২০০৫ সাল পর্যন্ত তিনি ঘরোয়া হকিতে খেলেছিলেন। খেলোয়াড় হিসেবে শীর্ষে না পৌঁছাতে পারলেও, তিনি নিজেকে নিবেদন করেন খেলোয়াড় তৈরির কাজে।
পুরান ঢাকার আরমানিটোলা স্কুলের প্রাঙ্গণে তিনি শিশু-কিশোরদের হকি শেখাতেন। তিনি স্কুলের দেয়ালে লিখেছিলেন, "ওস্তাদ ফজলুর মুখের বুলি, এসো সবাই হকি খেলি"। হকি শেখার জন্য আসা শিশু-কিশোরদের জন্য তিনি নিজের অর্থে হকিস্টিকসহ বিভিন্ন সরঞ্জাম কিনে দিতেন।
পুরান ঢাকার অধিকাংশ হকি খেলোয়াড়ের হাতে খড়ি হয়েছে ওস্তাদ ফজলুর কাছে। দেশের হকির তারকা রফিকুল ইসলাম কালাম, রাসেল মাহমুদ জিমি প্রমুখ তার প্রশিক্ষণেই গড়ে উঠেছেন।
ওস্তাদ ফজলুর মৃত্যু বাংলাদেশের হকির জন্য এক বিরাট ক্ষতি। তিনি হকিকে জীবনের একমাত্র উদ্দেশ্য হিসেবে ধারণ করতেন। তিনি এশি