এরকম সমাপ্তি নাহলে বিশ্বকাপের ইতিহাসই হয়তো অপূর্ণ থেকে যেতো, ফুটবলের সর্বকালের সেরা জাদুকরের হাতে সোনালী ট্রফি না উঠলে সেটা হতো সবচেয়ে বড় ট্রাজেডি।
তবে ট্রাজেডি নয়, রাজার হাতেই উঠেছে রাজদণ্ড। বিশ্বকাপ ট্রফি শোভা পেয়েছে লিওনেল মেসির হাতে।
রবিবার কাতারের লুসাইল স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এই ম্যাচেও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিওনেল আন্দ্রেস মেসি।
এর মাধ্যমে এমন কিছু রেকর্ড করেছেন এই তারকা, যা হয়তো নিকট ভবিষ্যতে ভাঙ্গা সম্ভব হবে না।
রবিবারের ফাইনাল ম্যাচ সহ এই বিশ্বকাপের পাচটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মেসি। দলের ছয় ম্যাচের মধ্যে পাচ ম্যাচেই সেরা খেলোয়াড় তিনি, এর মাধ্যমেই বুঝা যায় আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে কতোটা অবদান রেখেছেন লিওনেল মেসি।
তার মতো একই বিশ্বকাপে পাঁচবার ম্যাচ সেরা হবার রেকর্ড আর কোন খেলোয়াড়ের নেই। এমনকি ম্যারাডোনা পেলেরাও এমন রেকর্ড করে দেখাতে পারেননি।
অন্যদিকে নিজের ক্যারিয়ারে এ পর্যন্ত ৫ টি বিশ্বকাপ খেলেছেন লিওনেল মেসি। এর মধ্যে চলতি বিশ্বকাপে ৫ বার সহ মোট ১১ বার ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন তিনি। যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।
ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে দেয়া হয় গোল্ডেন বল পুরস্কার। ১৯৮২ সাল থেকে শুরু এই পুরস্কার অনেকেই জিতেছেন। তবে এখন পর্যন্ত কেউই দুইবার জিততে পারেননি।
বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসাবে দুইবার গোল্ডেন বল জেতার রেকর্ড করলেন লিওনেল আন্দ্রেস মেসি। ২০১৪ সালে আর্জেন্টিনা ফাইনালে হারলেও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি।
সদ্য শেষ হওয়া কাতার বিশ্বকাপের শুরু থেকে শেষ পর্যন্ত বিধ্বংসী রূপে দেখা গেছে লিওনেল মেসিকে। ফাইনালে দুই গোল সহ মোট ৭ টি গোল আদায় করে নিয়েছেন মেসি। এর মাধ্যমে আরো একটি বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।
বিশ্বকাপ ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে গ্রুপপর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল এবং ফাইনালে গোল করার কৃতিত্ব গড়লেন মেসি। এর আগে বিশ্বকাপের সকল পর্বে গোল করার রেকর্ড আর কেউ করে দেখাতে পারেননি।
মেসিকে হয়তো বিশ্বকাপের মঞ্চে আর কখনো দেখা যাবে না। তবে এ পর্যন্ত তিনি যা করেছেন তা হাজার বছর মনে রাখবে ফুটবল বিশ্ব।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল কন্ট্রিবিউশনের রেকর্ড এখন লিওনেল মেসির। সব মিলিয়ে ১৩ টি গোল করেছেন তিনি, সাথে আরো ৮ টি গোল করিয়েছেন। তার এই ২১ টি গোল কন্ট্রিবিউশনের রেকর্ড বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ।
রেকর্ডের বরপুত্র লিওনেল মেসি পাঁচ টি বিশ্বকাপে খেলোয়াড় হিসাবে মাঠে নেমেছেন। পাচটিতেই এসিস্ট করে আরো একটি রেকর্ড করেছেন তিনি।
সবচেয়ে বেশি বিশ্বকাপ আসরে এসিস্টের রেকর্ড এখন লিওনেল মেসির। তার কাছাকাছি থাকা পেলে এবং ম্যারাডোনা এসিস্ট করেছেন তিনটি বিশ্বকাপে।
অন্যদিকে বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ও এখন মেসির দখলে। রবিবার ফাইনাল খেলতে নেমেই এই রেকর্ড নিজের নামে করিয়ে নেন তিনি। বিশ্বকাপে সব মিলিয়ে ২৬ ম্যাচ খেলে সবার উপরে আছেন আর্জেন্টাইন জাদুকর।
এছাড়া অধিনায়ক হিসাবেও বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড লিওনেল মেসির দখলে। ১৯ ম্যাচ খেলে এখানেও সেরা অবস্থানে রয়েছেন তিনি।
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সময় মাঠে থাকার রেকর্ড করেছেন লিওনেল মেসি। রবিবারের ফাইনাল সহ তিনি মাঠে ছিলেন সর্বমোট ২ হাজার ৩১৪ মিনিট। যা দ্বিতীয় স্থানে থাকা ইতালির পাওলো মালদিনি থেকে প্রায় ১০০ মিনিট বেশি।
রবিবার সোনালী ট্রফি নিয়ে বিশ্বকাপ মঞ্চ থেকে বিদায় নিয়েছেন লিওনেল মেসি। আগামী বিশ্বকাপে হয়তো আর খেলতে দেখা যাবে না তাকে। তবে এর মধ্যে তিনি যা করেছেন, তা মনে রাখতে বাধ্য ফুটবল বিশ্ব।
এতোদিন বিশ্বকাপ ছাড়া মেসিকে সর্বকালের সেরা বলা নিয়ে বিতর্ক হতো। বিশ্বকাপ জিতে সেই সুযোগটাও বন্ধ করে দিলেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি।