খেলা

৪৫ হাজার কোটির যুদ্ধ জাহাজ চালু করছে ভারত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
৪৫ হাজার কোটির যুদ্ধ জাহাজ চালু করছে ভারত

এবার নিজেদের দেশীয় প্রযুক্তি ব্যবহার করে আরেকটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ তৈরি করেছে ভারত। চলতি মাসেই নতুন এ যুদ্ধজাহাজ যুক্ত হচ্ছে দেশটির নৌ বহরে।

 শুধুমাত্র এই একটি যুদ্ধজাহাজ তৈরিতে ভারত সরকার খরচ করেছে ৩৫ হাজার ৮০০ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার কোটি টাকা। বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতু নির্মানেও এতো বেশি অর্থ খরচ করতে হয়নি। 

সম্প্রতি চালু হওয়া অত্যাধুনিক এই জাহাজ ভারতীয় নৌবাহিনী কে আরো শক্তিশালী করবে। 'আইএনএস মুরমুগাও' নামের এই জাহাজটি ১৬৩ মিটার লম্বা। যা আমেরিকার স্ট্যাচু অব লিবার্টির উচ্চতা থেকেও প্রায় দেড় গুন। 

অন্যদিকে জাহাজটির চওড়া প্রায় ১৭ মিটার বা ৫৫ ফুটের বেশি। সাগরের বুকে ভারতের শক্তি বাড়ানো  এই জাহাজের ওজন প্রায় ৭ হাজার ৪০০ টন। 

আইএনএস মুরমুগাও যুদ্ধজাহাজে রয়েছে অত্যাধুনিক  ‘স্টেলথ প্রযুক্তি’। এই প্রযুক্তি থাকার কারণে শত্রুপক্ষের রাডার কিংবা অন্য কোন পদ্ধতিতে এই জাহাজের গতিবিধি ধরা পড়বে না। 

ফলে সাগরের যেকোন জায়গায় চলাচল করতে পারবে এটি। অন্যদিকে নিজের অবস্থান গোপন করে শত্রু জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবে এই যুদ্ধজাহাজ। 

যেকোন জরুরিও পরিস্থিতি তে সাগরে হামলার জন্য এই জাহাজ ভারতের অন্যতম ভরসা হবে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। 

সাগরের বুক থেকে লড়াই করার জন্য এই যুদ্ধজাহাজে রয়েছে অত্যাধুনিক সব অস্ত্র। যার মধ্যে অন্যতম 'ব্রাক্ষ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র'। 

আইএনএস মুরমুগাওয়ে থাকা এই ক্ষেপণাস্ত্র ২৯০ কিলোমিটার  থেকে ৪৫০ কিলোমিটার  দূরত্ব পর্যন্ত আঘাত হানতে সক্ষম। 

শুধু স্থল ভাগের হামলাতেই নয়, আকাশে হামলাতেও সক্ষম ভারতের এই যুদ্ধজাহাজ। এটিতে রয়েছে ৭০ কিলোমিটার মাঝারি পাল্লার সার্ফেস টু এয়ার মিসাইল লঞ্চিং সিস্টেম। 

যার মাধ্যমে সাগর থেকে বিমান কিংবা হেলিকপ্টারে আঘাত হানতে পারবে।  এছাড়া আইএনএস মুরমুগাও তে রয়েছে  টর্পেডো, রকেট লঞ্চার এবং বিভিন্ন ধরণের অত্যাধুনিক রাডার। 

নিরাপত্তার দিক দিয়ে ভারতের অন্যতম শক্তিশালী আইএনএস মুরমুগাও।  পারমানবিক কিংবা জৈব হামলাতেও এই জাহাজের কোন ক্ষতি হবে না বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। 

অত্যাধুনিক এই যুদ্ধজাহাজ পরিচালিত হবে  চারটি শক্তিশালী গ্যাস টার্বাইন ইঞ্জিনের মাধ্যমে। সাগরের বুকে এটির সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ৫৫ কিলোমিটারের বেশি। 

বর্তমানে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে যুদ্ধজাহাজ তৈরির প্রকল্প হাতে নিয়েছে ভারতের নৌবাহিনী।

 'প্রজেক্ট ফিফটিন বি' নামক এই প্রকল্পের আওতায় এর আগে ২০২১ সালে একটি যুদ্ধজাহাজ তৈরি করেছিলো তারা। এবার আইএনএস মুরমুগাও তৈরির মাধ্যমে আরো একটি সফলতা অর্জন করলো দেশটির নৌবাহিনী। 

এর আগে চলতি বছরেই নিজেদের তৈরি প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ চালু করেছে ভারত। 

আইএনএস বিক্রান্ত নামের এই যুদ্ধজাহাজের দৈর্ঘ্য ২৬২ মিটার। প্রায় ৮০ তলা উচ্চতার একটি বিল্ডিং আড়াআড়ি ভাবে শুইয়ে রাখা যাবে এই জাহাজে। জাহাজটি ৬২ মিটার চওড়া এবং ৫৯ মিটার উচু। 

আইএনএস বিক্রান্ত যুদ্ধজাহাজে সর্বমোট ১৪ টি ডেক রয়েছে। এতে রয়েছে একসাথে ১৭০০ জন নৌ সেনার থাকার ব্যবস্থা। 

জাহাজের ভেতরেই আছে ২ হাজার ৩০০ কক্ষ, যাতে নারী সেনাদের আলাদা থাকার ব্যবস্থা রয়েছে। 

ভারতের বিমানবাহী এই যুদ্ধজাহাজ ঘন্টায় ২৮ নটিক্যাল মাইল বেগে চলাচল করতে সক্ষম। অন্যদিকে জাহাজটির জ্বালানী সক্ষমতা অনেক বেশি। মাত্র একবার জ্বালানি নিয়ে ৭ হাজার নটিক্যাল মাইল পাড়ি দিতে পারে আইএনএস বিক্রান্ত।