রাজনীতি

ব্লকেডে অচল নগর ভবন, সেবা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

সোমবার, ১৯ মে, ২০২৫
ব্লকেডে অচল নগর ভবন, সেবা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ
 ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে টানা আন্দোলনের পর সোমবার (১৯ মে) থেকে ব্লকেড কর্মসূচি শুরু করেছে আন্দোলনকারীরা। নগর ভবনের প্রধান ফটক ও অন্যান্য গেটে তালা লাগিয়ে সকল সেবা কার্যক্রম বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা। ফলে নাগরিক সেবা নিতে এসে ফিরে যাচ্ছে সাধারণ মানুষ। আন্দোলনকারীদের দাবি, আদালতের রায় অনুযায়ী নির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। আন্দোলন চলাকালীন নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ডিএনসিসি নগর ভবন ব্লকেড ঘোষণা করে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা। সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে ঢাকাবাসীর ব্যানারে এসে জড়ো হন তারা। তাদের ব্লকেডে আটকে গেছে নগরভবন এবং এখানকার সব সেবা কার্যক্রম। 

এ ঘটনাকে ঘিরে শহরে বাড়ছে উদ্বেগ, থমকে গেছে দক্ষিণ সিটির দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম।