রাজনীতি

ইশরাককে শপথ না পড়াতে রিটের আদেশ বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

বুধবার, ২১ মে, ২০২৫
ইশরাককে শপথ না পড়াতে রিটের আদেশ বৃহস্পতিবার
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর দাবিতে দায়ের করা রিটের শুনানির পর হাইকোর্ট আদেশ ঘোষণার জন্য আগামী বৃহস্পতিবার (২৩ মে) দিন ধার্য করেছে।
বুধবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায়ের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। শুনানিতে উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
রিটটি দায়ের করেন মো. মামুনুর রশিদ নামের এক ব্যক্তি, যার পক্ষে আইনি সহায়তা দেন ব্যারিস্টার কাজী আকবর আলী। রিটে দাবি করা হয়, নির্বাচনী ট্রাইব্যুনালের মাধ্যমে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করায় নির্বাচনী নিয়ম ভঙ্গ হয়েছে।
রিটে তিনটি মূল দাবি তোলা হয়: ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশ, নির্বাচন কমিশনের গেজেট স্থগিত করা, সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া
প্রসঙ্গত, ২০২০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। তবে চলতি বছর মার্চে একটি নির্বাচনী ট্রাইব্যুনাল সেই রায় বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে। পরে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করে, যা নিয়েই শুরু হয় আইনি বিতর্ক।
এই রিটের আদেশে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ সৃষ্টি হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।