রাজনীতি

শুধু একাত্তর না, সাতচল্লিশ থেকেও যদি ভুল করে থাকি, নিঃশর্ত ক্ষমা চাই জামায়াত আমির শফিকুর রহমান

মামুনুর রশিদ (নিজস্ব প্রতিবেদক)

মামুনুর রশিদ (নিজস্ব প্রতিবেদক)

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
শুধু একাত্তর না, সাতচল্লিশ থেকেও যদি ভুল করে থাকি, নিঃশর্ত ক্ষমা চাই জামায়াত আমির শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, শুধু ১৯৭১ সালের ঘটনাই নয়, বরং ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত জামায়াতে ইসলামীর কোনো কর্মকাণ্ডে কেউ কষ্ট পেয়ে থাকলে, তার জন্য তিনি ও তার দল নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছেন। স্থানীয় সময় বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ বক্তব্য দেন।
শফিকুর রহমান বলেন, জামায়াতের প্রসঙ্গ আসলেই সবাই একাত্তরের কথা তোলে। হ্যাঁ, তখন জামায়াত পাকিস্তানের ঐক্য চেয়েছিল এটা সত্যি। কিন্তু সেই সময়কার প্রেক্ষাপটও বিবেচনা করা দরকার। বাংলাদেশের ৯০ শতাংশ জায়গায় তখনও পাকিস্তানের পতাকা উড়ছিল, অফিস-আদালতে সবাই পাকিস্তানের নামে চাকরি করছিল। তবে স্বাধীনতার পর পরিস্থিতি পুরোপুরি বদলে যায়।
তিনি বলেন, আমাদের দলের সে সময়ের নেতারা যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটা হয়তো জনমতের বিপরীতে গিয়েছিল। তাহলে প্রশ্ন আসে জামায়াত কি ভুল করেছিল? আমি বলব, হ্যাঁ, করলে ভালো হতো, করা উচিত ছিল। এই প্রশ্নের উত্তর আমাদের আগের নেতারাই দিয়েছেন। আমরা বারবার দুঃখ প্রকাশ করেছি। প্রফেসর গোলাম আজম, মাওলানা মতিউর রহমান, আমিও নিজে প্রকাশ্যে ক্ষমা চেয়েছি।
তিনি আরও যোগ করেন, আমি স্পষ্ট করে বলছি, শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে ২০২৫ সালের ২২ অক্টোবর পর্যন্ত আমাদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে, আমরা বিনা শর্তে তাদের কাছে ক্ষমা চাইছি। এটা ব্যক্তি হোক বা পুরো জাতি আমাদের কোনো আপত্তি নেই।
জামায়াত আমির বলেন, আমরা মানুষ, আমাদের সংগঠন মানুষের সংগঠন। শত সিদ্ধান্তের মধ্যে একটি ভুল হতে পারে। সেই ভুলে যদি জাতির কোনো ক্ষতি হয়ে থাকে, তাহলে তার জন্য মাফ চাওয়ায় কোনো লজ্জা নেই। আমরা কেউই বলিনি যে, আমরা ভুলের ঊর্ধ্বে। ভুল স্বীকার করতে পারাটাই বড় সাহসের বিষয়।
তিনি আরও বলেন, আমাদের জানা-অজানা যত ভুল হয়েছে, যারা সেগুলো সংশোধন করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আর যাদের ক্ষতি হয়েছে, তাদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমি আজ প্রকাশ্যে বলছি এটাই আমাদের স্পষ্ট ও জোরালো অবস্থান।