সোমবার (১২ মে) জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা মির্জা আব্বাস এক স্মরণসভায় বলেন, শাহবাগে গত কয়েক দিন ধরে ‘নাটক’ চলছে। তার ভাষায়, “যেখানে সভা-সমাবেশ নিষিদ্ধ, সেখানে কিভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আন্দোলন চালায়? এটা কি প্রমাণ করে না যে তারা সরকারি দলের ছায়ায় কাজ করছে?” তিনি আরও বলেন, এনসিপি আসলে একটি ‘সরকারি দল’, যারা সরকারের নির্দেশে ও ছত্রচ্ছায়ায় এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে আব্বাস বলেন, “কিছু লোক বলছে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে— আমরা কেন তাদের পুনর্বাসন করব, যাদের নির্যাতনে পরিবার বিচ্ছিন্ন হয়েছে, মানুষের জীবন নষ্ট হয়েছে!”
এছাড়া মিয়ানমারের রাখাইন রাজ্যে ‘মানবিক করিডর’ তৈরির প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাংলাদেশ স্বাধীন দেশ, আমরা দাস না। মানবিক করিডর শব্দটাই কোনো আন্তর্জাতিক ডিকশনারিতে নেই। সরকার কি নিজেই নতুন নতুন শব্দ উদ্ভাবন করছে?”
তিনি মনে করিয়ে দেন, একমাত্র রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের সময়েই রোহিঙ্গা সংকটের সুষ্ঠু সমাধান হয়েছিল, যখন তিনি মিয়ানমারকে বাধ্য করেছিলেন নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে।
সভায় আরও উপস্থিত ছিলেন যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মির্জা আব্বাসের বক্তব্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন।