রাজনীতি

আগামী জাতীয় নির্বাচনে ডাকসু-জাকসুর প্রভাব দেখবে দেশ- শফিকুর রহমান

নূর আলম রাজ (নিজস্ব প্রতিবেদক)

নূর আলম রাজ (নিজস্ব প্রতিবেদক)

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
আগামী জাতীয় নির্বাচনে ডাকসু-জাকসুর প্রভাব দেখবে দেশ- শফিকুর রহমান
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনেও পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিশে শুরার অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।
জামায়াতের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শফিকুর রহমান বলেন, “ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বিজয় লাভ করেছে। এ বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন। এ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে।”
তিনি আরও বলেন, “যাঁরা আমাদের পছন্দ করেন, ভালোবাসেন এবং আমরা যাঁদের ভালোবাসি, তাঁদের নিয়েই আমরা আগামী নির্বাচনে তিনশ আসনে অংশগ্রহণের আশা করছি। সেই নির্বাচনে বিজয় অর্জনের লক্ষ্যে আর্থিক কোরবানিসহ সব ধরনের সহযোগিতা করার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”
অধিবেশনে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। এতে ‘রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন ২০২৬’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এছাড়া দারসুল কোরআন পেশ করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। উপস্থিত ছিলেন মাওলানা এ টি এম মা’ছুমসহ কেন্দ্রীয় মহিলা বিভাগীয় কর্মপরিষদের সদস্য ও সারা দেশ থেকে নির্বাচিত শুরা সদস্যরা।
সভায় ষাণ্মাসিক রিপোর্ট উপস্থাপন ছাড়াও বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়।
জামায়াত আমির আরও বলেন, “আওয়ামী লীগ সরকারের জেল-জুলুম ও নির্যাতন অনেক নেতা ধৈর্যের সঙ্গে সহ্য করেছেন। অনেকেই জীবন দিয়েছেন। তাঁদের সেই ত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছি। আমাদের দায়িত্ব হলো সেই দায়িত্বই যথাযথভাবে পালন করা।”