চাঁদাবাজি, দখলদারত্ব, সিন্ডিকেট, দুর্নীতি ও মাদক ব্যবসার বিরুদ্ধে তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধার উদ্দেশে শুরু হওয়া লংমার্চের পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘এই অভ্যুত্থানে জীবন দিয়েছে সাধারণ মানুষ—শ্রমিকেরা ও তাঁদের সন্তানেরা। আর ফায়দা লুটছে তথাকথিত কিছু রাজনীতিবিদ।’
শনিবার সন্ধ্যায় তেঁতুলিয়া উপজেলা শহরের চৌরাস্তা বাজারের তেঁতুলতলায় আয়োজিত এই পথসভায় তিনি আরও বলেন, ‘প্রতিটি জেলা–উপজেলায় কিছু চাঁদাবাজ, চোরাকারবারি, সিন্ডিকেটচালক ও মাদক ব্যবসায়ী মানুষের রক্ত চুষে খাচ্ছে। তাই জনগণকে এখনই সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।’
পলাশীর প্রান্তরের উদাহরণ টেনে সারজিস আলম বলেন, ‘নবাব সিরাজউদ্দৌলার বাহিনীতে হাজার হাজার সৈন্য থাকলেও পরাজয় এসেছিল নিষ্ক্রিয়তার কারণে। আজও একই অবস্থা—কয়েকজন প্রভাবশালী লোক জনগণের সম্পদ লুটছে, আর আমরা নীরব দর্শক।’
ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের সমালোচনা করে তিনি বলেন, ‘যেদিন এসব ড্রেজিংয়ের কারণে মাটির নিচ থেকে ফাঁপা হয়ে ঘর-বাড়ি ধসে পড়বে, তখন কেউ পাশে থাকবে না। তাই সময় থাকতে জনগণকেই নিজের অধিকার ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।’
শনিবার দুপুর সোয়া ১২টার দিকে জেলার ঐতিহাসিক চিনিকল মাঠ থেকে বাংলাবান্ধার উদ্দেশে এই লংমার্চের সূচনা হয়। এতে এনসিপির পাঁচ উপজেলার প্রধান সমন্বয়কারী, জাতীয় যুবশক্তির নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।