রাজধানী ঢাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় আকস্মিক ঝটিকা মিছিল ও সমাবেশে অংশ নেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর একাধিক এলাকায় হঠাৎ করে মিছিল বের করে সড়ক অবরোধের চেষ্টা করেছিল নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।